নুন খেলে গুন গাইতেই হবে। দুর্গাপুজোর অনুদান প্রদানের মঞ্চে পুজো কমিটিগুলিকে স্পষ্ট করে দিলেন তৃণমূল বিধায়ক। রবিবার ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, ‘অনুদানের টাকা নিলে মণ্ডপের সামনে মুখ্যমন্ত্রী মমত▨া বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙাতেই হবে। নইলে অনুদান নেবেন না।’
আরও পড়ুন - আরজি করের 'ছায়া' কলকাতা মেডিক্💯যালে, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক 🌊অভিযোগ
পড়তে থাকুন - SﷺC-তে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি রাজ্য, সাগর দত্ত কাণ্ডে বিস্ফোরক ডাক্তাররা
রবিবার ভাতারে প্রশাসনের তরফে পুজো কমিটিগুলিকে অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে হাজির ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বাজে বকার জন্য ইতিমধ্যেই যথেষ্ট দুর্নাꦛম কুড়িয়েছেন মানগোবিন্দবাবু। রবিবার ফের একবার নিজের অভ্যাস সামলাতে পারলেন না তিনি।
মঞ্চে ব্লক প্রশাসনের তাবড় আধিকারিকদের সামনে তৃণমূল বিধায়ক বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী পুজোর জন্য যে টাকা দিচ্ছেন। তাই তাঁর ছবি♔ যেন প্রতিটি প্যান্ডেলে টাঙানো থাকে। মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনারা টাকাটা নিচ্ছেন। এটা সরকারের টাকা। মুখ্যমন্ত্রী সরকারের লোক। অনেকে টাকাটা নিচ্ছেন,অথচ মুখ্যমন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না। এটা খুব বাজে জিনিস। ছবি টাঙাতে আপত্তি থাকলে আপনারা টাকাটা নেবেন না। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। অনেক ক্লাব তো টাকা নিচ্ছে না। আপনারাও নেবেন না।’
মানগোবিন্দবাবু যখন এসব বলছেন তখন মঞ্চে বসে প🌊ূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিܫস সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়, ভাতারের বিডিও দেবজিৎ দত্ত, ভাতার থানার ওসি প্রসেনজিৎ দত্ত প্রমুখ।
আরও পড়ুন - কীভাবে হামলা চালাল রোগী পরিবার? সাগর দত🦂্তের নিরাপত্তা সংস্থাকে শোকজ
তবে বিধায়কের এই মন্তব্যে ভুল কিছু দেখছে না তৃণমূল। দলের তরফে এক নেতা বলেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ছবি ಌটাঙাতে বলা হয়েছে। এতে খারাপ কিছু নেই।