হাওড়া ডিভিশনেও দুর্গাপুজো স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। পঞ্চমীতে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, সপ্তমী, অষ্ট☂মী এবং নবমী রাতে হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল এবং শেওড়াফুলি-তারকেশ্বর রুটে মোট আটটি স্পেশাল ট্রেন চাল💮ানো হবে। কর্ড লাইন দিয়েও যেমন স্পেশাল ট্রেন চালানো হবে, সেভাবেই মেন লাইন দিয়েও স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। যে স্পেশাল ট্রেনগুলি যাত্রাপথের সব স্টেশনে দাঁড়াবে।
হাওড়া ডিভিশনে স্পেশাল ট্রেন (পূর্ব রেলের আওতায় থাকা এলাকা)
১) হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন ♕(ভায়া ব্যান্ডেল): রাত ১২ টা ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।
২) ব🌠র্ধমান-হাওড়া লোকাল ট্রেন (ভায়া ব্যান্ডেল): রাত ৯ টা ৪০ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে।꧅
৩🌞) হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন (ভায়া ডানকুনি): হাওড়া থেকে রাত ১ টা ১৫ মিনিটে ছাড়বে।
৪) বর্ধমান-হাওড়া লোকাল ট্রেন (ভায়♛া ডানকুনি): বর্ধ𒆙মান থেকে রাত ১০ টা ৩০ মিনিটে ছাড়বে।
৫) হাওড়া-ব্যান্ডেল লোকাল♒ ট্রেন: রাত ১ টায় হাওড়া থ😼েকে ছাড়বে।
৬) বꦉ্যান্ডেল-হাওড়া লোকাল ট্রেন: রাত ১১ টা ৩০ মিনিটে ব্যান꧋্ডেল থেকে ছাড়বে।
৭) শেওড়াফুলি-তারকেশ্ব🃏র লোকাল ট্রেন: রাত ১২ টা ২৫ মিনিটে শেওড়াফুলি স্টেশন থেকে ট্রেন ছাড়বে।
৮) তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল ট্রেন: রাত ১১ টায় তারকেশ্ব෴র থেকে ট্রেন ছাড়বে।
হাওড়া ডিভিশনের ট্রেনের জন্য বিশেষ ঘোষণা
১) ০৩০৫১ হাওড়া-বর্ধไমান (ভায়া ব্যান্ডেল) মেমু লোকাল: রাত ১ টা ৫০ মিনিটে হাওড়া থেকে যে ট্রেন ছাড়বে, তা সব স্টেশনে দাঁড়াবে। অষ্টমী (২২ অক্টোবর), নবমী (২৩ অক্টোবর) এবং দশমীতে (২৪ অক্টোবর) সেরকম❀ পরিষেবা মিলবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
২) ৩৭২২০ ব্যান্ডেল-হাওড়া লোকাল: ভোর ৫ ট♓া ৪০ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে। তা পুজোর কয়েকদিন যাত্রাপথের সব স্টেশনে দাঁড়াবে।
দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও কালীপুজোর দিন লোকাল ট্রেনের পরিষেবা
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার যেমন লোকাল ট্রেন চলে𓄧; সপ্তমী (২১ অক্টোবর), অষ্টমী (২ജ২ অক্টোবর), নবমী (২৩ অক্টোবর) এবং দশমীতে (২৪ অক্টোবর) দুপুর তিনটে পর্যন্ত (যে স্টেশন থেকে ট্রেন ছাড়বে, সেখানে তিনটে পর্যন্ত) সেভাবেই ট্রেন চালানো হবে। কোজাগরী লক্ষ্মীপুজো (২৮ অক্টোবর) এবং কালীপুজোও (১২ নভেম্বর) সেভাবেই ট্রেন চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।