একাধিক বার তাঁকে সমন পাঠানোর পরও তিনি হাজিরা দেননি। এবার শাহজাহান শেখের ভাই সিরাজুদ্দিনের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আশঙ্কা তদন্ত থেকে বাঁচতে তিনি বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। তা যাতে সিরাজুদ্দিন না করতে পারেন, তার জন্য দেশের সব বিꦏমানবন্দরের কর্তৃপক্ষকে সতর্ক করল ইডি। তাঁর ছবি ও তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে বিমানবন্দরগুলিকে।
সন্দেশখালির ঘটনার পর শাহজাহান শেখের ভাই সিরাজুদ্দিনের না🎉ম প্রচারে আসে। গ্রামবাসীরা অভিযোগ জানান তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন। রাজারামের ৫ লিঙ্কম্যান আছে কলকাতায়, সন্দেহভাꦺজনদের খোঁজ চালাচ্ছে পু🐷লিশ
ইডি সূত্রে খবর, সন্দেশখালি এবং ন্যাজাট থানায় ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মহিল🉐া নির্যাতন, জমির জবর দখল এবং স্থানীয় বাসিন্দাদের উপর অত্যাচারে যে অভিযোগ দায়ের হয়েছিল, সেই সব অভিযোগ নাম ছিল শাহজাহান ছাড়াও শিবু হাজরা, সিরাজু🐠দ্দিনসহ অন্যান্যদের। সেই অভিযোগের তদন্তের সূত্রে, একাধিকবার শাহজাহানের ভাইকে তলব করে ইডি।
আরও পডুন। বিচারক সেজে নিজেই নি🃏জের জামিন করিয়েছিলে🌸ন, মৃত্যুর পর শিরোনামে বছর ৮৫-র বিখ্যাত ‘চোর মাস্টার’
এর আগে শাহজাহানের এক ভাই আলমগিরকে গ্রেফতার করে সিবিআই। রবিবার রাতে জিজ্ঞাসাবাদের পর ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে তাঁকে গ্রেফতার করে ইডিও। একই সঙ্গে﷽ গ্রেফতার করা হয় শাহজাহানের দুই সঙ্গীকে। কিন্তু তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও আসেনি। তাই লুক আউট সার্কুলার ব𓆉ার করল ইডি।
আরও পড়ুন। সামনে ভোট কিন্তু 🐈রিলস বানাচ্ছেন রাজন্যা! তবুও ভুলতে পার꧒ছেন না রাজনীতিকে
আরও পড়ুন। ভোটে🤡র প্রস্তুতি খত🐲িয়ে দেখতে রাতেই কলকাতার বহু থানা পরিদর্শন করলেন নগরপাল