হাতে গোনা কয়েকদিন হল ঝালদা পুরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস। ঝালদা পুরসভারপুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়–সহ চার কংগ্রেস কাউন্সিলর যোগ দেয় তৃণমূল কংগ্রেসে। তখনই বদলে যায় এই পুরসভার ক্ষমতার সমীকরণ। আর সেই সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ঝালদা পুরসভায় চলে এল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিশ (ইডি)। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার চিঠি পাঠাল ইডি। ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে যত নিয়োগ হয়েছে তার সমস্ত তথ্য জানতে চেয়েছে ইডি। ঝালদা পুর🐼সভার প্রধান করণিক গৌতম গোস্বামী বলেন, ‘এক্সিকিউটিভ অফিসারকে চিঠি পাঠিয়েছে। একসপ্তাহ সময় দেওয়া হয়েছে। আমরা নথি তৈরি করছি।’
এদিকে রাজ্য়ের একাধিক পুরসভাকে আগে 🐓নোটিশ পাঠিয়েছিল ইডি। এবার সেই তালিকায় জুড়ল ঝালদা পুরসভা। ঝালদা পুরসভা সূত্রে খবর, ২০১৪ সাল থেকে ৭ জন স্থায়ী কর্মী নিয়োগ হয়েছে এখা🙈নে। যার মধ্যে একজন একজন অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, একজন ইলেকট্রিক মিস্ত্রি, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, দু’জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, একজন অফিস সুপারিনটেনডেন্ট এবং একজন অ্যাসেসমেন্ট ইনচার্জ। এই সমস্ত নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে ইডির নোটিশের কথা শুনে ঝালদার বাসিন্দারা বলছেন, নিয়োগ নিয়ে প্রশ্ন থাকলে তা কাকে করবে? কবে যে কে পদে থাকে সেটা কেউ বলতে পারে না। তবে এটাই প্রথম নয় আগেও ঝালদা পুরসভাকে নোটিশ পাঠিয়েছিল ইডি। ঝালদায় বোর্ড গঠন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঝালদা পুরসভায় বোর্ড গঠন হয়। এবার আ💎বার দলবদলও হয়েছে। এই পরিস্থিতিতে ইডির নোটিশ বেশ তাৎপর্যপূর্ণ। কারণ তৃণমূল কংগ্রেস এখানে রাজনৈতিক প্রতিহিংসা দেখতে পাচ্ছে। কারণ এই পুরসভা তৃণমূল কংগ্রেস দখল নেওয়ার পর ইডি সময় নিল না নোটিশ পাঠাতে।
আরও পড়ুন: মন্ত্রিসভার পর ব্যাপ��ক রদবদল প্রশাসনেও, বিদেশ যাত্রার আগে কী করলেন মুখ্যমন্ত্রী?🔯
আর কী জানা যাচ্ছে? ইডির নোটিশ পাওয়ার পর জোর তৎপরতা শুরু হয়েছে ঝালদা পুরসভায়। এই বিষয়ে করণিক গৌতম গোস্বামী বলেন, ‘সে🔴ামবারই আমরা ডাকযোগে এবং ইমেলে ইডির নোটিশ পেয়েছি। ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে যত নিয়োগ হয়েছে, তাদের বায়োডাটা–সহ সমস্ত নথি জমা দিতে বলা হয়েছে। তখন কারা পুরপ্রধান পদে ছিলেন, কার্যনির্বাহী অধিকারিক কারা, পুরসভার কর্মচারিই বা কারা, নাম, ফোন নম্বর সব চাওয়া হয়েছে। আমরাও প্রস্তুত নিচ্ছি। আগের চিঠিতেও একই তথ্য জানতে চাওয়া হয়েছিল। তা জানানোও হয়। আবার চিঠি এলো।’