সোমবার থেকে শুরু হয়েছে 𒅌মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের প্রথম দিন বাংলা 🍸পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা করলেন এক পরীক্ষার্থী।
পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী ছাত্রীটির নাম মহিমা খাতুন। মহিমার বাড়ি বীরভূমের পাইকর থানার উত্তপ রামচন্দ্রপুর গ্রামে। মহিমার পরীক্ষার সিট পড়েছিল বীরভূম লাগোয়া মুর্শিদাবাদের নয়াগ্রামে হারুয়া উচ্চ বিদ্যালয়ে। বাংলা পরীক্ষা ভাল হয়নি মহিমার। এই ♛নিয়ে অবশ্য পরিবারের সদস্যদের সঙ্গে কোনও কথা বলেনি সে। খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে যায় সে। এরপর রাত সাড়ে ৭টার সময়ে পরিবারের সদস্যরা ঘরে তাঁকে ডাকতে গেলে দেখে ঘরের দরজা বন্ধ। এরপর দরজা ভেঙে ঢুকে দেখা যায়, মহিমা গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। সঙ্গে সঙ্গে তাঁকে পাইকর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুল🎀িশ মেয়েটির ꦬদেহটিকে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি সম্পর্কে এলাকার এক বাসিন্দা জানান, মহিমা পরীক্ষা ভাল হয়নি বলে জানিয়েছিল। স্নান সেরে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমোতে গিয়েছিল সে। কিন্তু এমন একটা যে কাণ্ড ঘটিয়ে ফেলবে, ভাবাই যায়নি।