ঝড়-ঝঞ্ঝা-মহামারি যাই হোক না কেন মালদায় জালনোট পাচারে বিরাম নেই। বৃস্পতিবার মালদার ২টি আলাদা 🌱ঘটনায় তিন যুবকের কাছ থেকে ১.৫ লক্ষ টাকার জলানোট ও একটি 🌜আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে পেশ করে হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা।
প্রথম ঘটনাটি বৈষ্ণবনগরের ভাঙাটোলার। সেখানে সন্দেহভাজন তিন মোটরসাইকেল আরোহীর থেকে ২,০০০ টাকার নোটে মোট ১.৫ লক্ষ টাকার জালনোট উদ্ধার করেন পুলিশকর্মীরা। এই ঘটনায় আলমগির শেখ, রায়হান শেখ ও শ্যাম সরকার নামে ৩ যুবককে গ্রেফতার কর𒉰ে পুলিশ।
রাম𝓀নগর থানা এলাকায় অন্য একটি ঘটনায় শেখ আসিক নামে এক দুষ্কৃতীর কাছ ছেতে ১টি ৭ এমএম পিস্তল উদ্ধার ক🌄রেছে পুলিশ। ধৃতের বাড়ি কালিয়াচকের খাসচাঁদপুরে। রাতে জাতীয় সড়কে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল সে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জালনো🙈ট কোথা থেকে এল তা জানতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের হেফাজতে নিয়েছে পুলিশ।