যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল ভারতের দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেটে ২০১ রানের জুটি গড়ে ইতিহাস তৈরি করলেন। অস্ট্রেলিয়ায় এটাই প্রথম উইকেটে ভারতের সবচেয়ে বড় জুটির রেকর্ড। একসঙ্গে কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল এদিন ভেঙে দিলেন সুনীল গাভাসকর ও ক্রিস শ্রীকান্তের রেকর্ড। ১৯৮৬ সালে সিডনিতে প্রথম উইকেটে কিস শ্রীকান্ত এবং সুনীল গাভাসকর একসঙ্গে জুটিতে ১৯১ রান যোগ করেছিলে♏ন। এখন এক নম্বর জায়গা দখল করেছেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল।
আমরা আপনাকে বলি যে যশস্বী জয়সওয়াল তার টেস্ট কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই জয়সওয়ালের প্রথম টেস্ট সেঞ্চুরি। অন্যদিকে মিচেল স্ট👍ার্কের বলে ৭৭ রান করে আউট হয়ে যান কেএল রাহুল। তবে তার আগে যশস্বীর সঙ্গে বড় রেকর্ড করে ফেলেছিলেন ꦛরাহুল।
আরও পড়ুন… IPL 2025 Mega Auction Live Streaming: কখন, কোথায়, কীভাবে দেখবেন💖 ক্রিকেটারদের সবথেকে বড় নিলাম
আসুন জেনে নেওয়া যাক অস্ট্রেলিয়ার মাটিতে ভဣারতের হয়ে সবচেয়ে বড় ওপেনিং পার্টনারশি🍷প কারা করেছিলেন-
অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় ওপেনিং জুটি
যশস্বী জয়সওয়াল এবং কেএল ꦏরাহুল ২০১ রান দ্বিতীয় ইনিংস পার্থ ২০২৪
সুনীল গাভাসকর এবং ক্রিস শ্রীকান্ত ১৯১ 🅘রান প্রথম ইনিংস সিডনি ১৯৮৬
ꩲচেতন চৌহান এবং সুনীল গাভাসকর ১৬৫ রান দ্বিতীয় ইনিংস মেলবোর্ন ১৯৮১
🥃আকাশ চোপড়া এবং বীরেন্দ্র সেহওয়াগ ১৪৬ রান দ্বিতীয় ইনিংস মেলবোর্ন ২০০৩
রোহꦦিত শর্মা এবং শুভমন গিল ১৪১ রান দ্বিতীয় ইন🍌িংস সিডনি ২০২১
সৈয়দ আবিদ আলি ও ফারুক প্রকৌশলী ১৩৯ রান দ্বিতীয় ꦅইনিংস সিডনি ১৯৬৮
বিনু মানকড় 🍰এবং চান্দু সারওয়াতে ১৩৪ রꦫান দ্বিতীয় ইনিংস মেলবোর্ন ১৯৪৮
আরও পড়ুন… SMAT 2024: ৩৫ বলে ৭৪ রান! বা🎐ইশ গজে নতুন ইতিহাস লিখলেন অলরাউন্ডার হ𝓀ার্দিক পান্ডিয়া
এর মাঝে🌳ই একাধিক রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল একমাত্র তৃতীয় ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় তাঁর প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি। তার আ🍸গে এই কীর্তি করেছিলেন এমএল জয়সিমহা এবং সুনীল গাভাসকর। যশস্বী জয়সওয়াল এখন অস্ট্রেলিয়ায় তার প্রথম টেস্টে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন। তিনটিই শতরানই এসেছে ভারতের দ্বিতীয় ইনিংসে।
১০১ - এমএল জয়সিমহা, ব্রিসবেন, ১৯৬৭-৬৮
১১৩ - সুনীল গাভাসকর, ব্রিসবেন, ১৯৭৭-৭৮
১৩০* - যশস্বী জয়সওয়াল, পার্থ, ২০২৪
প্রথম ইনিংসে শূন্য এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (অস্ট্রেলিয়া টেস্টে ভারতের হয়ে)
১৯৭৭ সালে সুনীল গাভাসকর
২০২৪ সালে যশস্বী জয়সওয়াল*
২৩ বছর বয়সের আগে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি (ভারত)
৮ - সচিন তেন্ডুলকর
৫ - রবি শাস্ত্রী
৪ - সুনীল গাভাসকর
৪- বিনোদ কাম্বলি
৪- যশস্বী জয়সওয়াল