আদালতের ভর্ৎসনার মুখে﷽ বৃহস্প♏তিবার বিকেলে নবম – দশমের ১৮৩ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এর পর থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে গুঞ্জন। সব জেলাতেই একাধিক স্কুলে ধরা পড়েছে ভুয়ো শিক্ষক। তেমনই এক ভুয়ো দিদিমণি ধরা পড়ল খাস ইংরেজবাজার শহরের বুকে। বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস করিয়ে গেলেন যে দিদিমণি তিনিই কিনা ভুয়ো! বিশ্বাস করতে পারছেন না সহকর্মী থেকে ছাত্রছাত্রীরা।
২০২১ সালে শহরের শতাব্দীপ্রাচীন অক্রুরমণি করোনেশন ইন্সটিটিউশনের বাংলার শিক্ষিকা হিসাবে যোগদান করেছিলেন শুভশ্রী মিশ্র। বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় দেখা যায়, ২১ নম্বরে র꧋য়েছে তাঁর। স্কুলে মাধ্যমিক – উচ্চ মাধ্যমিকের টেস্ট চলছে। বৃহস্পতিবারও পরীক্ষার হলে গার্ড দিয়েছেন তিনি। বিকেলে ফেরেন বাড়িতে।🧸 শুক্রবার আর স্কুলে দেখা পাওয়া যায়নি তাঁর।
স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎপল গুণ জানিয়েছেন, আমার বা শুভশ্রীর কাছে এখনো কোনও নির্দেশ আসেনি। নির্দেশ পেলে ব্যবস্থ𝐆া নেব। শতাব্দীপ্রাচীন স্কুলে ভুয়ো শিক্ষিকার খোঁজ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিভ𝓡াবকদের মধ্যে। এক অভিভাবক বলেন, নতুন দিদিমণি এসেছেন জানতাম। কিন্তু তিনি যে ভুয়ো তা তো জানা সম্ভব নয়। শহরের অন্যতম সেরা স্কুলে যদি ভুয়ো দিদিমণি পড়ান তাহলে সরকারি শিক্ষাব্যবস্থার ওপর অভিভাবকদের ভরসা থাকবে কি?