বিদ্যুৎ চুরির বিরুদ্ধে ব্য🅺বস্থা নিতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড এলাকায়! পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল বোমা, গুলি, মারধর করা হল বিদ্যুৎ দফতরের কর্মীদের। এমন ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার সন্দেশখালির এক নম্বর ব্লকের ন্যাজাট থানার সরবেড়িয়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুটি থানার ওসি, একজন মহিলা পুলিশ কর্মীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। অবশেষে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বিদ্যুৎ দফতর সুত্রে জানা গিয়েছে, সম্প্রতি সরবেড়িয়ায় হুকিংয়ের অভিযোগ বꦯাড়ছে। সেই অভিযোগ পেয়ে প্রথমে বিদ্যুৎ বন্টন সংস্থার স্থানীয় স্টেশন ম্যানেজার সহ বেশ কয়জন কর্মী এলাকায় যান। সেখানে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। একই সঙ্গে বিদ্যুৎ চুরির অভিযোগে বেশ কয়েকজনকে জরিমানা করেন। তখনই গ্রামবাসীদের সঙ্গে ♔তাদের বচসা বাঁধে। দুই পক্ষের বচসার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর ক্ষুব্ধ জনতা বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মীদের একটি ঘরে আটকে রাখে এবং তাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরে স্টেশন ম্যানেজার বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে জরিমানার প্রতিবাদে স্থানীয়রা গতকাল সকাল থেকে বাসন্তী রোড অবরোধ করেন। দুপুর হয়ে যাওয়ার পরেও অবরোধ ওঠে𒈔নি। তাদের দাবি ছিল, বেআইনিভাবে তাদের জরিমানা করা হয়েছে। পরে ঘটনাস্থলে ন্যাজাট থানার পুলিশ আসলে তারা পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করে। ঘটনায় স্থানীয় এসডিপিও হাড়োয়া থানার ওসি বিশাল বাহিনী নিয়ে এলাকায় পৌঁছান। গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়ার পাশাপাশি গুলি ও বোমা ছোড়ে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার জবি থমাস কে। গ্রামবাসীদের লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় বেশ কয়জনকে পুলিশ আটক করেছে।