ভোর ৫ টা ২০ মিনিট।ღ ৩০ ডিসেম্বরের ভোরে উত্তরাখণ্ডের রুরকির রাস্তা ধরে কাজে যাচ্ছিলেন রজত কুমার এবং নিশু কুমার। আর সেইসময় তাঁরা দেখতে পান যে একটা গাড়ি উড়ে এসে রেলিংয়ে ধাক্কা মেরে উলটে যাচ্ছেন🧜। শীতের অন্ধকারাচ্ছন্ন ভোরে তাঁরা ছুটে গিয়ে কাচ ভেঙে গাড়ির মধ্যে থাকা ব্যক্তিকে বের করে আনেন। সেইসময় গাড়িতে দাউদাউ করে আগুন চলছিল। একটু দেরি হলেই গাড়িতে বিস্ফোরণেরও প্রবল আশঙ্কা ছিল। সেই পরিস্থিতি থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে আনেন দুই যুবক।
পন্তকে হাসপাতালে ভরতি করে কাজে চলে যান ২ যুবক
আর সেই ব্যক্তিটি ছিলেন ঋষভ পন্ত। ভারতীর ক্রিকেটের সুপারস্টার। যদিও সেইসব বিষয়ে দুই যুবকের কোনও ধারণাই ছিল না। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন ক্রিকেটের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব ক্রিকেটে পন্তের মাহাত্ম্য কতটা, তিনি কত বড় সুপারস্টার, সেইসব বিষয়ে রজত এবং 🔯নিশু কিছু জানতেন না। ক্রিকেটের প্রতি তাঁদের ঝোঁক ছিল না। কিছু না জেনেই তাঁরা ভারতীয় তারকাকে হাসপাতালে নিয়ে যান। ভরতি করে দেন হাসপাতালে। আর তারপর নিজেদের কাজের জায়গায় চলে যান দুই যুবক। যাঁরা স্থানীয় একটি চিনিকলে কাজ করেন।
আরও পড়ুন: Video: এটা কেমন শট! বোলার থেকে ধারাভাষ্যকার ঋষভ পন্তের ছক্কꦑা দেখে সকলেইღ অবাক হয়ে গেলেন
স্কুটির সামনে সামনে লেখা Rishabh Pant’
‘ঈশ্বরের দূত’ হয়ে আসা সেই দুই যুবককে ভোলেননি পন্ত। পরবর্তীতে পুরো দুনিয়ার সামনে রজত এবং নিশুর প্রতি কৃতজ্ঞতা করেছেন - একবার নয়, একাধিকবার। সেভেন ক্রিকেটের প্রতি🍷বেদন অনুযায়ী, দুজনকেই স্কুটি উপহার দিয়েছেন পন্ত। স্কুটির সামনে ‘Rishabh Pant’-ও লেখা আছে (পন্ত নিজে কিছু বলেননি)। আর এখন সেই স্কুটিত🦄ে চেপেই কাজে যান রজত এবং নিশু।
আরও পড়ুন: BGT 2024-25: আগুন যশস্বী, হিমশীতল রাহুল, ভাঙল ৩৮ বছরের 🐷রেকর্ড, প্রথমবার অজিভূমে ওপেনিং জুটিতে ২০০
দুর্ঘটনার ২ বছর পরে ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় খেলবেন পন্ত
আরও একটা ডিসেম্বরের ভোরে যখন তাঁরা ওই স্কুটিতে চেপে কাজে যাবেন, তখন হয়ত দেখবেন যে অস্ট্রেলিয়ার মাটিতে পন্ত সেঞ্চুরি করছেন। ২০২২ সালের ৩০ ডিসেম্বরের🎃 সেই ভয়াবহ দুর্ঘটনার দু'বছর যেদিন পূর্ণ হবে, সেদিন অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্ট চলবে। মেলবোর্ন টেস্টের পঞ্চম দিন হবে সেটা।
সেদিন যদি পন্ত সেঞ্চুরি করে ম্যাচটা ভারতকে জিতিয়ে দেন, তাহলে রজত এবং নিশুকে আরও একবার কৃতজ্ঞতা জানাবে পুরো দুনিয়া। আবারও বলবে ‘থ্যাঙ্ক💦 ইউ।’ আর পন্ত যদি শূন্য রানেও আউট হয়ে যান, তাহলেও রজত এবং নিশুকে পুরো দুনিয়া বলবে, ‘থ্যাঙ্ক ইউ। থ্যাঙ্ক ইউ।’