বর্ধমানের পর এবার কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন। দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা বেরতে থাকে হাসপাতাল থেকে। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন রোগীর পরিজনরা। এদিকে সেই ওয়ার্ডে একজন মাত্র রোগী ছিলেন। তাঁকে দ্রুত বের করে আনা হয়। রাত পৌনে ৯টা নাগাদ এই আগুনের শিখা প্রথমে দেখা যায়। কিন্তু কীভাবে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালের একাংশ সাময়িকভাবে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। মূলত যাতে নতুন করে সর্ট সার্কিট না হয় সেকারণেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ নামে। হাসপাতালের ওই আইসোলেশন ওয়ার্ড থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। এদিকে রোগীর পরিজনরাও আগুন নেভানো ও উদ্ধারকাজে হাত লাগান। অন্যান্য রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। তবে রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হাসপাতালের সুপার জানিয়েছেন, কীভাবে আগুন লাগল তা বোঝা যাচ্ছে না। তবে আইসোলেশন ওয়ার্ডে একজন মাত্র রোগী ছিলেন। তাঁকে নিরাপদে সরানো হয়েছে। এদিকে সম্প্রতি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লেগেছিল। এবার কল্যাণীতে। সরকারি হাসপাতালের রোগীদের সুরক্ষা ফের প্রশ্নের মুখে।