বাগনানের মহিষরেখা ব্রিজের কাছে গাড়িটি দাঁড়িয়েছিল। আর তখনই নাকি গুলিবৃষ্টি। তাতেই প্রাণ গিয়েছে রাঁচির অভিনেত্রী ইশা আলিয়ার। অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমার ঝাঁয়ের অভিযোগ গাড়ি থামিয়ে কিছুক্ষণের জন্য় নেমেছিলেন তিনি। সেই সময়ই ইশাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এদিকে গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা অভিনেত্রীর নাম ঈশা আলিয়া ওরফে নাম রিয়া কুমারী। তিনি ঝাড়খণ্ডের একজন জনপ্রিয় অভিনেত্রী। স্বামী এবং সন্তানের সঙ্গেই তিনি ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসছিলেন। তাঁর স্বামী প্রকাশ কুমার গাড়ি চালাচ্ছিলেন।বাসিন্দাদের দাবি, ইশাকে গাড়ির মধ্যে যখন দেখেছিলেন বাসিন্দারা তখন তার কানের পাশে ফুটো ছিল। গুলির দাগ। রক্ত বের হচ্ছিল। কিন্তু কাঁচ ঢাকা গাড়িতে গুলি চালালে তো কাঁচ ভেঙে যাওয়ার কথা । সেটা হল না কেন? তবে কি কাঁচ খুলে গুলি চালানো হয়েছিল? নাকি অভিনেত্রী গাড়ির বাইরে বের হয়েছিলেন?নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে প্রকাশের দাবি করেছিলেন, আমার স্ত্রী ঝাড়খণ্ডের সুপারস্টার। নাম ইশা আলিয়া। আমি ডিরেক্টর হিসাবে কাজ করি। দুষ্কৃতীরা গুলি চালিয়েছে।এদিকে আড়াই বছরের শিশুর সামনে গুলি চালিয়ে ইশাকে খুন করেছে দুষ্কৃতীরা। কিন্তু প্রকাশের বক্তব্যে নানা অসংগতি ধরা পড়েছে। তার সব বয়ান মিলিয়ে দেখছে পুলিশ। প্রকাশের দাবি দামী জিনিসপত্র চুরি করার জন্য দুষ্কৃতীরা গাড়িতে এসেছিল।এক প্রাক্তন পুলিশকর্তার দাবি, ময়দাতদন্তের রিপোর্ট ভালোভাবে দেখতে হবে। স্বামীর হাতে গান পাউডারের কোনও চিহ্ন রয়েছে কি না সেটা দেখতে হবে।এদিকে স্ত্রীকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে সকাল ৬টা নাগাদ প্রায় ২ কিমি গাড়ি চালিয়ে আসেন প্রকাশ। এরপর একটা কারখানার সামনে গিয়ে কয়েকজনকে দেখে তিনি হাসপাতালের খোঁজ করেন। তিনি নাকি তাঁদেরকে বলেছিলেন স্ত্রীর কানের পাশ দিয়ে রক্ত বের হচ্ছে। তখনও গুলি লাগার কথা তিনি কিছু বলেননি। পরে বিষয়টি প্রকাশ্যে আসে।তবে পুলিশ প্রকাশকে সন্দেহের বাইরে রাখছে না। এই খুনের পেছনে তার কোনও ভূমিকা রয়েছে কি না সেটাও দেখা হচ্ছে। এই খুনের পেছনে অন্য় কোনও ঘটনা রয়েছে কি না সেটাও দেখা হচ্ছে। কিন্তু কেন প্রকাশের কথায় এত অসংগতি তা নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি যেখানে গুলি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে সেখানে ধস্তাধস্তির কোনও প্রমাণ মেলেনি। চুরি করতে এসে থাকলে প্রথমেই কেন গুলি চালানো হল? নাকি পেছনে আরও বড় কোনও রহস্য রয়েছে? সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।