বর্ধমান স্টেশনে আচমকা ভেঙে পড়ল স্টেশনভবনের একাংশ। দুর্ঘটনায় মারা গিয়েছেন একজন। আহত এক। প্রাথমিক ভাবে আশঙ্কাজনক অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে তার মৃত্যু হয়। দুর্ঘটনার তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে রেল।শনিবার রাত ৮-০৫ মিনিট নাগাদ ভেঙে পড়ে স্টেশন চত্বরের সামনের বাড়ির বারান্দার বড় অংশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এর পর ৮-২০ মিনিট নাগাদ ধসে পড়ে লোহার কাঠামো সমেত বারান্দার বাকি অংশ। ব্যস্ত সময়ে ভিড়ে ঠাসা স্টেশন চত্বরে এই ঘটনায় দু'জন আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে একজনের পরে মৃত্যু হয়। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। জানা গিয়েছে, ধ্বংসস্তূপের টুকরো ছিটকে আসায় তাঁরা আহত হয়েছিলেন। মৃত যুবকের এখনও পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হয়। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। চালু হয়েছে হেল্পলাইন নম্বর। সেগুলি হল - ২৬৪১১৬৬১, ২৬৪১৩৬৬০, ২৬৪০২২৪১, ২৬৪০২২৪২ ও ২৬৪০২২৪৩।পূর্ব রেলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আই খান বলেন, ‘মূল প্রবেশদ্বারের একাংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের শীর্ষ স্থানীয় আধিকারিকরা। দমকল ও পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়।’বর্ধমান স্টেশন চত্বরের দুর্ঘটনাগ্রস্ত বাড়িটি অতি প্রাচীন এবং জীর্ণ। বর্তমানে বাড়ি মেরামতির কাজ চলছিল বলে বাড়ির সামনের বেশ কিছু অংশ ঘিরে রাখা হয়েছিল। রেলের তরফে জানানো হয়েছে, ঘটনার জেরে এক নম্বর প্ল্যাটফর্মে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। তারপর ওই প্ল্যাটফর্ম দিয়ে ধীর গতিতে ট্রেন চালানো শুরু হয়।