🌞 সাতসকালে হিমঘরে অ্যামেনিয়া গ্যাস লিক করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জলপাইগুড়ি ঘুঘুডাঙা জনতা হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক করে। দ্রুত সেই গ্যাস ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। সকাল সাড়ে আটটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। খবর দেওয়া হয় দমকলে। হলদিবাড়ি দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে। এই ঘটনায় হিমঘরের𝔉 এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩জন। তাঁদের জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, জলপাইগুড়ির ঘুগুডাঙার ট্যাপরামারি এলাকায় ওই হ♒িমঘরে এসি সারাইয়ের কাজ চলছিল সকালে। কাজ চলার সময় এসির গ্যাসপাইপটি ফেটে যায়। সেই পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকে। কটূ গন্ধে এলাকা ছেয়ে যায়। গ্যাসের কারণ চার জন এসি টেকনিশিয়ান অসুস্থও হয়ে পড়েন বলে। এদের মধ্যে একজনের হাত-পা মারাত্মক ভাবে ঝলসে যায়।
আরও পড়ুন। কাঁকিনাড়ার রেললাইনে বোমা পড়ে! আতঙ্কে ঘুরপথে গেল ট্রেন, তদন্ꦚতে নামল আরপিএফ
দমকল কর্মীরা এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত চার কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় 🐓হাসপাতালে। তাঁদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল। তাঁদের মধ্যে একজন টেকনিশিয়ানের খানিক্ষণের মধ্যে মৃত্যু হয়। ওই হিমঘরটিতে ১ লক্ষ ৯৫ হাজার ৩৬৮ কুইন্ট্যাল আলু রাখার ব্যবস্থা রয়েছে।
কুতুবউদ্দিন শেখ নামে এক ট👍েকনিশিয়ান এদিন পাইপে উঠে প্রথম কাজ শুরু করেন। তাঁর শরীরের চাপে ভেঙে যায় পাইপ। বেরিয়ে আসে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস। সেই গ্যাসে ঝলসেই অসুস্থ হয়ে পড়েন অন্যান্য কর্মীরা। জানা গিয়ে♈ছে মৃত ব্যক্তির বাড়ি ২৪ পরগনা জেলায়।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে♋ন, দমকল আর একটু দেরি করে এলেব ড় বিপর্যয় হতে পারত। তৎপরতার সঙ্গে কাজ করেছে বিপর্যয় মোকা
আরও পড়ুন। ভাঙড়ে বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত থান꧑ার কাজ, ৬টি জেনারেটর কিনছে লালবাজার
ডায়মন্ড হারবার থেকে ওই জলপাইগুড়ির ওই হিমঘরে কাজ ক൩রতে এসেছেন উরগান শেখ। ঘটনার পর থেকে আতঙ্কিত তিনি। তাঁর কথায়, 'শনিবার সকালে আমরা হিমঘরে কাজ করছিলাম। আচমকাই গ্যাস লিক করতে ✨শুরু করে। দু’জন মারাত্মকভাবে অসুস্থও হয়ে পড়ে। ওদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
আরও পড়ুন। রাজ্যে মহিলা পরিচালিত সাবস্ট💯েশন, দেশের মধ্যে প্ജরথম, বড় ঘোষণা বিদ্যুৎ দফতরের