যতদিন যাচ্ছে, তত বাড়ছে করোনাভাইরাসের আতঙ্ক। তার জেরে টলমলে অবস্থা বাজারের। ফলে হুড়মুড়িয়ে 𝓀পডꦯ়ছে সোনার দাম।
আরও পড়ুন : DA বৃদ্ধি 7th Pay Commission সুপারিশ অনুযায়ী- লাভবান হবেন ৪৮ লাখ c🐬entral government employees
শনিব🍷ার কলকাতায় একধাক্কায় প্রায় ১,৫০০ টাকার মতো কমেছিল হলুদ ধাতুর দাম। এদিনও সেই রক্তক্ষরণ অব্যাহত। রবিবার ১০ গ্রাম পাকা সোনার দাম পড়ল ৮৩০ টাকা। ৪০,০০০ টাকার নীচে নেমে গিয়েছে ১০ গ্রাম গয়না সোনাও। শনিবারের তুলনায় এদিন কলকাতার বাজারে ১০ গ্রাম গয়না সোনার দাম (জিএসটি ছাড়া) ৭৯০ টাকা কম 🌳থাকবে। ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দামও ৮০০ টাকা কমেছে।
আরও পড়ুন : সোমবার থেকে অচল হয়ে যেতে পারে আপনার🔯 ডেবিট ও ক্রেডিট কার্ড
সোনার থেকে র𝕴ুপোর পতন আরও বেশি হয়েছে। শনিবারের তুলনায় একধাক্কায় ২,০০০ টাকা দাম কমেছে এক কেজি 💃খুচরো রুপোর। ফলে গত দু'দিনে ৪,৩০০ টাকা কমল এক কেজি রুপোর দর।
আরও পড়ুন : Online Train Ticket Booking: এজেন্ট দিয়ে ট্রেনের টিকিট বুক🐭িং? শীঘ্রই বন্ধ হতে পারে সেই ব্যবস্থা
রবিবার কলকাতা🌄য় জিএসটি ছাড়া সোনা ও রুপোর দাম কত থাকবে, তা একনজরে দেখে 📖নেওয়া যাক –
• ২৪ ক্যারাট, পাকা সোন♕া (১০ গ্রাম) – ৪১,৬৪৫ টাকা।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ🐈্রাম) – ৩৯💖,৫১০ টাকা।
• ২২ ক্যারাট, হলমার্ক সো🎶নার গয়না (💜১০ গ্রাম) - ৪০,১০৫ টাকা।
• রুপোর বাট (প্রতি কেজি) – ৪১,২০০ টাকা।
• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪১,৩০০ টাকা।
আরও পড়ুন : করোনাভাইরাস ছড়াতে পারে টাকা-পয়সা🐽ꦛ নাড়াচাড়ায়, সতর্ক করল ‘হু’