ক্যানিংও খুনের রেশ এখনও কাটেনি। ত𝓡ার মধ্যেই প্রকাশ্যে খুনের ঘটনা ঘটল পুরুলিয়ায়। পুরুলিয়া মফস্বল থানার কানালি গ্রামে দুষ্কৃতীদের হাতে খুন হলেন বাবা–ছেলে। তাঁরা পেট্রল পাম্প থেকে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। তখনই দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন দু’জনে। তাঁদের ধারাল অস্ত্র দিয়ে কোপ মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা–ছেলের। শনিবার বেশি রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কী তথ্য পেয়েছে পুলিশ? 🧸পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম মদন পাণ্ডে (৬৫) এবং কানাই পাণ্ডে (৩৫)। পুরুলিয়ার মফস্বল থানার কানালি গ্রামের বাসিন্দা তাঁরা। শনিবার রাতে পেট্রল পাম্প থেকে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। তখনই রাস্তায় দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন বাবা–ছেলে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে।
ঠিক কী ঘটেছে পুরুলিয়ায়? স্থানীয় সূত্রে খবর, শনিবার বেশি রাতে 🐈ছেলে কানাইয়ের মোটরবাইকের পিছনে বসেই বাড়িতে ফিরছিলেন বাবা মদন পাণ্ডে। তখন এলাকা নিশুতি হয়ে এসেছিল। এই পরিস্থিতিতে চাষ মোড়ের পেট্রল পাম্প থেকে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন বাবা–ছেলে। কানালি গ্রামের কাছে ফাঁকা মাঠে দুষ্কৃতীরা হামলা করে দু’জনকে। ধারাল অস্ত্রের কোপে খুন করে বাবা–ছেলেকে। পুলিশ ঘটনাস্থলে গি🎉য়ে দেহ দুটি উদ্ধার করে আরও রাতে।
কী দেখা গেল এলাকায়? জানা গি🔥য়েছে, পুলিশ ফাঁকা মাঠ থেকে বাবা–ছেলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। কিন্তু তাঁদের মোটরবাইক সেখানে ছিল না। এমনকী বাবা–ছেলের মোবাইল ফোন সেখান থেকে মেলেনি। সুতরাং এটা স্পষ্ট, সেগুলি হাতিয়েছে দুষ্কৃতীরা। মৃত ব্যক্তিরা এলাকায় নির্বিবাদী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এই নিয়ে স্থানীয় মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। সিবিআই তদন্তের দাবি তুলেছেন মৃতদের পরিবারের সদস্যরা। রাতেই পুলিশ সুপারের নির্দেশে জেলাজুড়ে নাকা তল্লাশি শুরু হয়েছে।