উত্তর ২৪ পরগনার গুরুত্বপূর্ণ উড়ালপুল হল সোদপুর ব্রিজ। প্রতিদিন এই উড়ালপুলের উপর দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। তবে বর্তমানে এই উড়ালপুলের অবস্থা খুবই খারাপ। কারণ উড়ালপুলের উপর দিয়ে একটু বড় বাড়ি গেলেই পুরো ব্রিজটি প্রায় কাঁপতে থাকে। সে ক্ষেত্রে যেকোনও সময় ব🧸ড়সড় বিপদ ঘটতে পারে। কিন্তু, সেই আশঙ্কার মধ্যেও ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে অসংখ্য গাড়ি। এই অবস্থায় উড়ালপুলট🐻ি সংস্কার করতে চাইছে পূর্ত দফতর। ইতিমধ্যে এ বিষয়ে জেলাশাসককে চিঠি দিয়েছে পূর্ত দফতর।
আরও পড়ুন: মা উড়াল𒐪পুলে শুরু হল মেরামতির কাজ, কখন🌠 বন্ধ থাকবে যান চলাচল?
জানা গিয়েছে, উড়ালপুলের অ♊বস্থা খারাপ হওয়ায় ইতিমধ্যেই তার উপর দিয়ে ১০ টনের বেশি ভারি গাড়ি যাওয়া নিষিদ্ধ রয়েছে। পূর্ত দফতর রাইটসকে দিয়ে এই উড়ালপুল সংস্কার করতে বলেছে। উত্তর ২৪ পরগনার জেলা শাসককে চিঠি দিয়ে ৪৫ দিনের জন্য উড়ালপুল বন্ধ রেখে সংস্কারের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, মাত্র তিন বছর আগে সোদপুর উড়ালপুলের সংস্কার হয়েছিল। কিন্তু, তা সত্ত্বে কেন উড়ালপুলের এই অবস্থা তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খরব, উড়ালপুলটিতে মোট ১৮৩ টি বিয়ারিং রয়েছে। কিন্তু, ২০২১ সালে যখন উড়ালপুলটি সংস্কার করা হয়েছিল তখন কোনও বিয়ারিং পরিবর্তনের প্রয়োজন পড়েনি। তবে রাইটস সমীক্ষা করে জা🌠নতে পেরেছে যে উড়ালপুলের সবকটি বিয়ারিং পরিবর্তন করার প্রয়োজন। তাই সেই সুপারিশ মেনে সবকটি বিয়ারিং পরিবর্তন করতে চায় পূর্ত দফতর।
তবে এই কাজের জন্য আগামী কয়েক মাস এই উড়া𝓰লপুল বন্ধ রাখা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ সামনে মাধ্যমিক পরীক্ষা। তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর তারপরেই লোকসভা ভোটের দামামা বেজে উঠবে। এই অবসඣ্থায় কীভাবে ব্রিজ বন্ধ রাখা যাবে? তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও পানিহাটি পুরসভার তরফে এক আধিকারিক জানিয়েছেন, প্রতিদিন এই উড়ালপুলের উপর দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। ফলে এটি ৪৫ দিন ধরে বন্ধ থাকলে সে ক্ষেত্রে প্রচুর সংখ্যক মানুষ সমস্যায় পড়বেন। তবে এই উড়ালপুল বন্ধ রাখা হলে আগে থেকেই বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে বলে ওই আধিকারিক জানিয়েছেন। অন্যদিকে, এবিষয়ে জেলাশাসক শরদকুমার দ্বিবেদী জানান, পুলিশ এবং পরিবহণ দফতরের সঙ্গে কথা চলছে। সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই সব বিষয় মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।