কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের কাছে অনুমতি পাওয়ার পরে মা উড়ালপুলে মেরামতির কাজ শুরু করে দিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। কর্তৃপক্ষ চাইছে পুজোর আগেই কলকাতার সমস্ত উড়ালপুলে মেরামতির কাজ শেষ করতে। সেই লক্ষ্যেই মা উড়ালপুলে কাজ শুরু হয়েছে। এই কাজের জন্য উড়ালপুলে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাত ১০টা থেকে সকাল ৭ টা পর্যন্ত মা উড়ালপুলে যান চলাচল বন্ধ করা হয়েছে। 🐬তবে তার আগে এই উড়ালপুলে যান চলাচল করতে দেওয়া হচ্ছে। ওই সময় উড়ালপুলে মেরামতির কাজ করা হবে। কেএমডিএ সূত্রের খবর, বুধবার মিলন মেলার সামনের উড়ালপুলের অংশ পর্যন্ত মেরামতের কাজ হবে। রবিবার পর্যন্ত এই মেরামতি চলবে।
আরও পড়ুন: এজেসি বসু উড়ালপুলে গাড়ির চাপ কমাতে পার্কস্ট্রিꦉট ব্যবহারের অ🌊নুরোধ পুলিশ
প্রসঙ্গত, মা উড়ালপুলে কাজের জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিল কেএমডিএ। সোমবার সেই অনুমতি মিলেছে। তারপরে কাজ শুরু করে দিয়েছে কেএমডিএ। মঙ্গলবার রাতে এজেসি বসু উড়ালপুল থেকে পার্ক সার্কা💙সের ওপর দিয়ে সেতুর সঙ্গে সংযোগকারী লেনের মেরাম🔯তির কাজ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রাতে উড়ালপুলের রুবির দিকের নামার অংশে এবং সায়েন্সিটি থেকে উড়ালপুলে ওঠার অংশের কাজ করা হবে বলে কেএমডিএ সূত্রে জানা গিয়েছে।
কী কী কাজ হবে?
কেএমডিএ সূত্রের খবর, উড়ালপুলের রাস্তা এবং দেওয়াল মেরামতের পাশাপাশি সেতুর বৈদ্যুতিক বাতিস্তম্ভ, সিসিটিভি, স্পিড মিটার প্রভৃতি রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এছাড়াও অভিযোগ উঠেছে উড়ালপুলের একটি অংশ বৃষ্টির সময় জল জমে সমস্যা হয়। সে ক্ষেত্রে কেএমডিএ জানতে পেরেছে, উড়ালপুলের উপর দিয়ে বৃষ্টির জল বেরিয়ে যাওয়ার নিকাশি নালাতে কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধান করা হবে। সাধারণত দিনের বেলায় এই সেতুর উপরে যাননি চাপ থাকলেও রাতের দিকে যান চলাচল অনেক কম হয়ে থাকে। সেই কারণে এই কাজের জন্য রাতকেই বেছে নেওয়া হয়েছে। যদিও পুজোর এখনও বাকি রয▨়েছে আড়াই মাস। তবে কেএমডিএ চাইছে তার আগেই যাবতীয় সমস্যার সমাধান করতে। কারণ পুজোর মরশুম শুরু হলেই এই উড়ালপুলের উপর দিয়ে প্রচুর যানবাহন চলাচল করবে। ফলে স্বাভাবিকভাবেই যানবাহনের চাপও বাড়বে। সেই সময় উড়ালপুলে কাজ চললে অন্যান্য অংশে যানজটের সমস্যা হতে পারে। সেই কথা মাথায় রেখে যতটা সম্ভব দ্রুত এই কাজ শেষ করতে চাইছে। সেক্ষেত্রে রাতে কাজের জন্য অনেকটা সময় পাওয়া যাবে। সেই সময়ের মধ্যে উড়ালপুলে জল জমার সমস্যার সমাধানও করা হবে।