সিঙ্গুরে গাড়ি কারখানার জন্য নেওয়া জমি ফের চাষযোগ্য করে তুলতে সক্রিয় হল রাজ্য সরকার। জমির একাংশকে নত♒ুন করে চাষযোগ্য করে তুলতে ৬ কোটি টাকা বরাদ্💧দ করেছে সরকার।
জেলা প্রশাসন সূত্রে খবর, প্রায় ২৫০ একর জমিকে নতুন করে চাষযোগ্য করে তোলার কাজ শুরু হব𝄹ে। এই বিষয়ে সেচ দফতর দ্রুত কাজ শুরু করছে। সিঙ্গুরের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দুধকুমার খাঁড়া জানান, ২৫০ একর জমির কোথাও মাটি সরে গিয়েছে। কোথাও মাটি উঁচু হয়ে গিয়েছে। এই সব জায়গা সমান করার কাজ হবে। সেচ দফতরের কাছে পুরনো সরকারি ম্যাপ আছে। সেই ম্যাপ অনুযায়ী কাজ শুরু হবে। নিকাশি নালাগুলিকে করে আগের মতো করে তোলার চেষ্টা করা হবে। টেন্ডার প্রক্রিয়া হয়ে গিয়েছে। জমি সমান করতে দ্রুত এই বিষয়ে কাজ শুরু হবে।
রাজ্য কৃষকদের ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করলেও এখন সেই জমিতে চাষ কাজে লাগানো যাচ্ছে না। নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে চাষের কাজ ঠিকভাবে হচ্ছে না। এখন অনেক সময় বৃষ্টি হলে অনেক জায়গা🙈তেই মাটি আলগা হয়ে পুকুরের আকার নেয়। এই ধরনের অসুবিধা যাতে আর কৃষকদের সহ্য করতে না হয়, সেজন্য এবার নিকাশি ব্যবস্থা ভালোভাবে ঢেলে সাজানোর কাজে হাত দিল সরকার। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বিষয়টি খতিয়ে দেখে গিয়েছেন। এরপরই এই বিষয়ে সক্রিয় হতে দেখা গেল সরকারকে।