জেলার মধ্যে বাস পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এবার হাবড়া থেকে মেদিনীপুর যাওয়ার ক্ষেত্রে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। কারণ যাত্রীদের দাবি তো ছিলই তার সঙ্গে এই দুই জায়গার মধ্যে মানুষের যাতায়াত বরাবরই বেশি। তাই এই র🉐ুটে বাসের সংখ্যা বাড়ানো হলে যাত্রীদের উপকার হবে। সুতরাং এবার হাবড়া–মেদিনীপুর রুটে বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। অফিস টাইমে বাসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অনেক সুবিধা হবে যাত্রীদের বলে মনে করা হচ্ছে।
এই বাসের সংখ্যা বাড়ানোর কথা ফেসবুকে পোস্ট করে জানানো হয়েছে। তাতে সব মানুষের কাছে দ্রুত পৌঁছে গিয়েছে। এই বাসগুলি হাবড়া থেকে ছাড়বে। আর কোলাঘাট হয়ে খড়গপুর, মেদিনীপুর যাবে। যাত্রীদের চাপ এবার মিটবে বলেই মনে করা হচ্ছে। কারণ বাসের সংখ্যা বাড়লে মানুষের চাপ বিভক্ত হয়ে যাবে। এই রুটে বাসের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন নিত্যযাত্রীরা। এখানে আরও উল্লেখযোগ্য তথ্য হল, হাবরা থেকে মেদিনীপুর যে বাসগুলি যাবে সেগুলি ভায়া দত্তপুকুর, বারাসাত, এয়ারপোর্ট, ডানলপ, বালি, সলপ, উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট, মেছোগ্রাম, ডেবরা, আশারী, খড়গপুর 🦂চৌরঙ্গি পৌঁছে যাবে। তাই এসব জায়গায় বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে।
আরও পড়ুন: মাওবাদী বন্দি অর্ণবই পিএই🐻চডি প্রবেশিকা পরীক্ষা𒆙য় প্রথম, বন্দুক ত্যাগ করে আলিঙ্গন বইকে
এই পরিষেবা দেওয়ার জন্য হাবড়া থেকে সকালে বাস ছাড়বে ৫টা ২৫ মিনিট নাগাদ। আর ৫টা ৫০ মিনিট নাগাদ। বারাসত থেকেও মেদিনীপুর যাওয়ার বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে। সেক্ষেত্রে বাস ছাড়বে সকাল 💛৬টা ২৫ মিনিট এবং সকাল ৬টা ৫৫ মিনিট নাগাদ। মেদিনীপুর থেকে হাবড়া ফেরার জন্য বাস ছাড়বে দুপুর ৩টা ৪০ মিনিট এবং বিকেল ৫টা নাগাদ। খড়গপুর চৌরঙ্গি থেকে হাবড়া আসার জন্য বাস ছাড়বে দুপুর ৩টে ৫৫ মিনিট এবং বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের পক্ষ থেকে এই খবর মিলেছে।