সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জোর ধাক্কা খেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে হার হয়েছে তৃণমূলের। বিধানসভায় খাতা খুলেছে কংগ্রেস। আর সেই একই মডেলে এবার হলিদায়াতেও তৃণমূলকে ধরাসায়ী করল বাম-কংগ্রেস জোট। হলদিয়া বন্দরের ডক ইনস্টিটিউটের নির্বাচনে জোটের কাছে খড়কুটোর মতো উড়ে গেল তৃণমূল। বিজেপিও অস্তিত্ব রক্ষা করতে ব্যর্থ এই ভোটে। জানা গিয়েছে, ডক ইনস্টিটিউটের নির্বাচনের ১৯টি আসনে একচেটিয়া জয় পেয়েছে বাম-কংগ্রেস জোট। বিজেপি ও তৃণমূল খাতাই খুলতে পারেনি তৃণমূল। (আরও পড়ুন: বাংলার দ্বꦫিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে কত গতিতে? কী পরিকল্পনা রেলের)
উল্লেখ্য, গতবছর শেষের দিকে 𒅌বেশ কয়েকটি সমবায় নির্বাচনে নীচুꦚ তলার বামপন্থী কর্মীরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন তৃণমূলকে হারাতে। তাতে ক্ষুব্ধ হয়েছিল শীর্ষ বাম নেতৃত্ব। বামপন্থী কর্মীদের সতর্ক করে দেওয়ার পরও তলে তলে তৃণমূলকে হারাতে অনেক জায়গায়ই নীচু তলার বাম কর্মীরা সেই গেরুয়া শিবিরের সঙ্গেই হাত মেলাতে থাকে। তবে সাগরদিঘির পর ফের কংগ্রেসের সঙ্গে জোটে আস্থা ফিরিছে তৃণমূল বিরোধী বহু মানুষের মনে। বিজেপি ছাড়া তৃণমূলকে হারাতে যে বাম-কংগ্রেস জোটও কার্যকরী, তা দেখা গিয়েছে সাগরদিঘিতে। আর এবার সাগরদিঘিরই পুনরাবৃত্তি ঘটল হলদিয়ার ডক ইনস্টিটিউটের ভোটে।
আরও পড়ুন: 'এই তথ্য সঠিক হতে পারে না', সরকারের বিরুদ💖্ধে গুরুতর অভিযোগ ডিএ আন্দোলনকারীদের
প্রসঙ্গত, হলদিয়া ডক ইনস্টিটিউট হল হলদিয়া বন্দরের কর্মচারীদের পরিচালিত সংগঠন। ২ বছর অন্তর অন্তর এই সংগঠনের পরিচালনা সমিতির সদস্যের নির্বাচিত করতে ভোট হয়। গতবার এই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে প্যানেল গঠন করেছিল তৃণমূল। তবে এবারে তারা শূন্য। খালি হাতে ভোট থেকে ফিরতে হয়েছে বিজেপির ভারতীয় মজদুর সঙ্ঘকেও। এদিকে ক্যালকাটা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়ন (সিটু), এইচএমএস (নিরপেক্ষ ইউনিয়ন), কংগ্রেসের আইএনটিইউসি’র ক্যালকাটা-হলদিয়া পার্মানেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন এবং সিটুর এআইটিইউꦰসি’র এইচপিটিই - এই চার সংগঠন মিলে 𓄧জোট গড়ে লড়েছিল এবার। ১৯টি আসনের জন্য মোট প্রার্থী ছিল ৫৮। মোট ভোটার ছিলেন ৭৩৭ জন।
ক্যালকাতা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি বিমান কুমার মিস্ত্রী এই জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত। ෴তিনি জানান, সাগরদিঘি মডেলকে কাজে লাগিয়েই তৃণমূল এবং বিজেপি বিরোধী গোষ্ঠী একজোট হয়ে লড়াই চালিয়ে জয়লাভ করেছে এখানে। এদিকে এই ভোটে হার প্রস🤡ঙ্গে বিজেপির ভারতীয় মজদুর ইউনিয়ানের নেতা প্রদীপ বিজলী জানান, হলদিয়া ডক ইনস্টিটিউটে তাঁদের মোট সদস্য সংখ্যা ৫০। তবে তাঁরা ভোট পেয়েছেন ২৩০টি। এই বিষয়টিকে নিজেদের 'নৈতিক জয়' হিসেবে দেখছে তারা। এদিকে তৃণমূল নিজেদের সব সদস্যেরও ভোট পায়নি বলে দাবি করেছেন প্রদীপবাবু।