মাস খানেক থমকে থাকার পর আবার রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। যা নিয়ে নতুন করে মান🦹ুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এবার সেই আতঙ্কের আবহের মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে স্ক্রাব টাইফাসের আতঙ্ক। কলকাতাতে স꧙্ক্রাব টাইফাসে হওয়ার আক্রান্ত হওয়ার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কলকাতায় শিশুদের মধ্যে এই ব্যাকটিরিয়ার সংক্রমণ বাড়ছে। পার্ক সার্কাসের একটি হাসপাতালে ১০ জন শিশু স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। যোধপুরের এক শিশুও স্ক্রাব টাইফাসে আক্রান্ত। আর তাই নিয়ে সতর্ক হচ্ছে স্বাস্থ্য দফতর। এই রোগ নির্ণয়ের জন্য বাড়তি আইজিএম কিট কেনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যের ৪৪ টি সরকারি হাসপাতালের ল্যাবে এই কিট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
চিকিৎসকরা জানাচ্ছেন স্ক্রাব টাইফাসের বাহক হল ℱট্রম্বিকিউলিড ম🦹াইটস নামে এক ধরনের পোকা। এই পোকার কামড়ের ফলে꧙ শরীরে প্রবেশ করে স্ক্রাব টাইফাস। প্রথমে রোগ নির্ণয় করা গেলে তা মোকাবেলা কর👍া সম্ভব। কিন্তু দেরি হয়ে গেলে প্রাণহানি পর্যন্ত হতে পারে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। স্ক্রাব টাইফাসে আক্রান্ত হলে জ্বর আসে। তবে সেক্ষেত্রে বেশ কিছু লক্ষণ রয়েছে সেগুলি হল-- মাথা ব্যথা, টানা জ্বর, লো ব্লাড প্রেসার, সর্দি হতে পারে, পেটের সমস্যা, গায়ে হাতে ব্যথা প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া পোকা কামড়ানোর জায়গায় দাগ থাকে।