জলপাইগুড়ি আনন্দচন্দ্র কমার্স কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অধ্যাপক এবং অশিক্ষক কর্মীদের ‘বার ডান্সার’ বলার অভিযোগ উঠেছিল। তার জেরে কলেজে অ🎶চলাবস্থা তৈরি হয়। সেই জট কাটাতে এবার তৎপর হল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। এই ঘটনার তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করল উচ্চ শিক্ষা দফতর। সূত্রের খবর, কমিটির সদস্যরা আগামী ১৪ এবং ১৫ সেপ্টেম্বর কলেজ পরিদর্শন করে অধ্যক্ষ অধ্যাপকদের সঙ্গে কথা বলবেন।
ঘটনার সূত্রপাত হয়েছিল গত জুন ম🎉াসে। কলেজের অধ্যক্ষ ড. সিদ্ধার্থ সরক♚ারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল। কলেজের অধ্যাপকদের অভিযোগ, মহিলা অ෴ধ্যাপকদের উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করে অধ্যক্ষ বলেছিলেন, ‘আমি চাকরি না দিলে তোমরা বার ডান্সার হতে।’ একজন অধ্যক্ষের মুখে এরকম কুরুচিকর মন্তব্যের পরে সরব হয়ে ওঠেন কলেজের অধ্যাপকরা। তাদের আরও অভিযোগ, মহিলা অধ্যাপকদের ঘরে নজরদারি রাখার জন্য সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন অধ্যক্ষ ড. সিদ্ধার্থ সরকার। শুধু তাই নয়, কলেজের অধ্যাপকদের কোনও সংগঠনে করতে দেননি অধ্যক্ষ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘কলেজে কোনও রকমের সংগঠন করা যাবে না। আমি কোনও সংগঠন মানি না।' এমনকি একজন দৃষ্টিহীন অধ্যাপককে বাইকে করে রাস্তায় ধাক্কা মেরে ফেলেꦚ দেওয়ারও হুমকি দিয়েছিলেন অধ্যক্ষ।