খাস ফালাকাটা শহরে দুর্গাপুজো মণ্ডপে শাঁখ, লাউড স্পিকার, ঢাক বাজাতে নিষেধ করে হু✱মকি দেওয়ার অভিযোগ। নিষেধ না মানলে মূর্তি ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনা ফালাকাটা শহরের মিশন গেট এলাকার কিশোর সংঘ আয়োজিত পুজো মণ্ডপের। ঘটনার পর থে♌কে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। শুক্রবার ঘটনার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন - ‘বাংলায় ন্যায়ের জন্য লড়াই জারি থাকবে’🐼, দুর্গাপুজোয় কলকাতা এসে বার্তা নড্ডার
পড়তে থাকুন - কার টাকায় সঞ্জয় রায় মদ খেয়েছ🐼িল? আরজি কাণ্ডে সিবিআই চার্জশিটে নয়া মোড়
ফালাকাটা পৌরসভার ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী মিশন গেট এলাকা মুসলিম অধ্যুষিত। প্রতিবারের মতো এবারও সেখানে দুর্গাপুজোর আয়ꦇোজন করেছিল স্থানীয় কিশোর সংঘ। অভিযোগ, সপ্তমীর সন্ধ্যায় আরতির সময় সেখানে এসে হুমকি দিয়ে যান কয়েকজন স্থানীয় মুসলিম। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিয়োয় এক মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমরা সন্ধ্যার সময় আরতি হচ্ছিল। ওরা কয়েকজন এসে বলে গেল মাইক বন্ধ করো, উলু দেবে না, ঢাক বাজাবে না। নইলে এখানে ওরা মূর্তি ভেঙে দেবে। এসব বলে আমাদের হুমকি দিয়ে গেল। পুজো শেষ হলে দেখে নেবে বলে হুঁশিয়ারিও দিয়ে গিয়েছে। মাঝেমাঝেই ওরা আমাদের ཧএরকম হুমকি দেয়। আমরা শান্তিপূর্ণভাবে পুজো করতে চাই। যতদিন বেঁচে থাকব ততদিন পুজো থাকবে।’
আরও পড়ুন - আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ🏅্ধার করেছিল BSF
শুভেন্দুবাবু লিখেছেন, ‘বাংলাদেশের রোগ এখন পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ছে। দুর্গা পুজোর প্যান্ডেলের মধ্যে উলুধ্বনি, শঙ্খ ধ্বনি এমনকি ঢাক বাজানো যাবে না। শুধু তাই ন𒀰য় মা দুর্গার মূর্তি ভাঙ্গারও হুমকি দেওয়া হচ্ছে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় রেমন্ড মেমোরিয়াল স্কুলের বিপরীতে কিশোর সংঘের আয়োজিত দুর্গা পুজোর উদ্যোক্তাদের অভিযোগ নিজেরা শুনে নিন। আমি পূজা কমিটি কে অনুরোধ করবো আপনারা থানায় অভিযোগ দায়ের করে রাখুন। যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে পশ্চিমবঙ্গে, সেদিন এই সব হুমকিবাজ আস্ফালনকারীদের উল্টো টাঙিয়ে সোজা করা হবে।’