ভোট শেষ হওয়ার পরেই জুনের শেষ দিকে রাজ্যে আসছে স্বরাষ্📖ট্র মন্ত্রকের প্রতিনিধিদল। তাদের মূল লক্ষ্য জঙ্গলমহলে নিরাপত্তা খাতে দেওয়া টাকার ব্যবহার খতিয়ে দেখা। একইসঙ্গে জঙ্গলমহলের🐓 জেলাগুলিতে বর্তমান নিরাপত্তা ব্যবস্থাও রিভিউ করবে তারা।
সম্প্রতি কেন্দ্রে নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টনের পরেই ♓এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। গত কয়েক বছরে কেন্দ্রীয় প্রকল্পগুলিতে টাকা খরচ এবং উপভোক্তাদের তালিকা পরীক্ষা করার জন্য একাধিকবার তদন্তকারী দল পাঠানো হয়েছিল দিল্লি থেকে। এসব নিয়ে কেন্দ্র-রাজ্য সম্পর্কের মধ্যে উত্তে♚জনা দেখা দিয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রকের এই প্🍷রতিনিধিদলের পাশাপাশি, কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে গ্রামোন্নয়ন দপ্তরও একটি দল পাঠাচ্ছে। একই সঙ্গে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে আরও একটি দল পাঠানো হচ্ছে।
আরও পড়ুন। ২১ জুন𒊎 পর্যন্ত মোতায়েন থাকবে বাহিনী, ভোট পরবর্তী হিংসায় নির্দেশ হাইকোর্টের
এ প্রসঙ্গে বুধবার কলকাতা হাইকোর্ট ভোট♊ পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের কাছ থেকে রিপোর্ট চেয়েছে। আদালতে রাজ্য জানায়, অধিকাংশ অভিযোগেরই সারবত্তা নেই, কারণ সেগুলি একই মেল আইডি থেকে করা হয়েছে।
নবান্ন সূত𓆏্রে জানা গিয়েছে, ২৩ থেকে ২৮ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে কাজ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদল। তবে তাদের কাজের ধরন নিয়ে এখনও স্পষ্ট ধারণা নেই নবান্নের। রাজ্য প্রশাসনের একটি অংশের মতে, বরাদ্দ অর্থ খরচ সংক্রান্ত সমস্ত তথ্য, নথি এবং ‘ইউটিলাইজেশন সার্♑টিফিকেট’ যথাসময়ে স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও কেন এই প্রতিনিধিদলের আগমন, তা বোধগম্য হচ্ছে না।
আরও পড়ুন। দেবাশিস সেনℱের আমলে রাজারহাট-নিউ টাউনে জমি বণ্টন,তদন্ত চান মমতা
রাজ্য প্রশাসনের মতে, এই প্রতিনিধিদলের আগমন রাজনৈতিক কারণেও হতে পারে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ রাজ্য সরকারের বিরুদ্ধে তদন্তমূলক প্রচেষ্টা হতে পা✨রে বলে অনেকে মনে করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা সমস্ত ধরনের তথ্য এবং নথি সরবরাহ করতে প্রস্তুত।
🌜সদ্য সরকার গঠন হয়েছে কেন্দ্রে। এই পরিস্থিতিতে, কেন্দ্রীয় প্রতিনিধিদলের আগমন রাজಞ্য ও কেন্দ্রের মধ্যে সম্পর্কের উপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
আরও পড়ুন। DA বাড়িয়ে 'পুরস্কার', তাও𓆉 সরকারি কর্মীদের ওপর বিশ্বাস নেই মমতার, কী করল নবান্ন