প্রবল বর্ষণে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এবার সেই বৃষ্টির প্রভাব পড় ট্রেন চালাচলেও। বৃহস্পতিবার রাতে হাওড়া মেইন লাইনে চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে রেল লাইনের পাশে ধসে গেল মাটি। যার জেরে রেল লাইনের ওই অংশে ট্রেন ধীরে চলছে।বৃহস্পতিবার রাতে চন্দননগর ও চুঁচুড়া স্টেশনের মাঝখানে দেবীপুর এলাকায় তিন নম্বর লাইনের পাশে ধস নামে। সেই সময় দুন এক্সপ্রেস ওই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল। ধসের খবর পেয়ে তাকে চুঁচুড়া স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। রেল লাইনের পরিস্থিতি খতিয়ে দেখে ট্রেনটিকে ধীরে ধীরে ওই লাইন দিয়ে নিয়ে যাওয়া হয়।শুক্রবার সকাল থেকে ধস কবলিত এলাকা মেরামতির কাজ শুরু করেছে রেল। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররা। ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে ধীরে চালানো হচ্ছে ট্রেন।