শুক্রবার (২৮ এপ্রিল) হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সম্পূর্ণ ট্রায়াল রান হতে চলেছে। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন সূত্রে খবর, আগামিকাল সকালে হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু হবে। ৬ ঘণ্টা ২৫ মিনিটে পুরীতে পৌঁছে যাবে। ঘণ্টাখানেক পরে পুরী থেকꦺে হাওড়ার উদ্দেশে রওনা দেবে বন্দে ভারত এক্সপ্রেস। ৬ ঘণ্টা ৪০ মিনিট পরে পৌঁছে যাবে হাওড়া স্টেশনে। যাত্রাপথে সবমিলিয়ে সাতটি স্টেশ💟নে দাঁড়াবে (হাওড়া এবং পুরী বাদে)। তবে ট্রায়াল রানের সূচি ও স্টপেজ মেনেই বাণিজ্যিক পরিষেবা শুরু হবে কিনা, তা এখনও জানানো হয়নি।
হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রানের সময়সূচি
🦩১) হ🐠াওড়া: সকাল ৬ টা ১০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে।
২) খড়্গপুর: সকাল ৭ টা ৩৮ মিনিটে খড়্গপুরে পৌঁছাবে। সেখানে দু'মিনিট দাঁড়াবে। 💯অর্থাৎ স♛কাল ৭ টা ৪০ মিনিটে খড়্গপুর থেকে ছেড়ে বেরিয়ে যাবে।
৩) বালাসোর: সকাল ৯ টা ৩ মিনিটে ওড়িশার বালাসোরে পৌঁছাবে। সকাল ৯ টা ৫ মিনিটে 🥂বꦇালাসোর থেকে ছাড়বে।
৪) ভদ্রক: ৯ টা ৪৮ মিনিটে 🍬ভদ্রকে পৌঁছাবে বন্দে ভারত। সেখানেও দু'মিনিট দাঁড়াবে।🅷
৫) জাজপুর কেওনঝড়: সকাল ১০ টা ২১ মিনিটে জাজপুর কেওনঝড়ে ꧟পৌঁছাবে। সকাল ১০ টা ২৩ ♔মিনিটে বেরিয়ে যাবে।
৬) কটক: সকাল ১১ টায় কটকে ঢুকবে বন্দে ভারত এক্সপ্রেস। কটকে পাক্কা দু'মিনিট 🦂দাঁড়াবে।
৭) ভ𝓰ুবনেশ্বর: সকাল ১১ টা ২২ মিনিটে ভুবনেশ্বরে পৌঁছাবে। ১১ টা ২৪ মিনিটে ভুবনেশ্বর ছেড়ে বেরিয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস।
৮) খু🐻রদা রোড: খুরদা রোড🍌 জংশন থেকেই পুরীর লাইন আলাদা হয়ে যায়। সেই খুলদা রোডে সকাল ১১ টা ৪০ মিনিটে পৌঁছাবে। দু'মিনিট দাঁড়ানোর পর বেরিয়ে যাবে।
৯) প🦋ুরী: বেলা ১২ টা ৩৫ মিনিটে পুরীতে পৌঁছে যাবে।
পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রানের সময়সূচি
১) পুꦕরী: দুপুর ১ টা ৫০ মিনিটে পুরীဣ থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস।
২) খুরদা রোড: দুপুর ২ টো ২৩ মিনিট🌱ে পৌঁছাবে। দু'মিনিটের স্টপেজ দেবে।
𓃲৩) ভুবনেশ্বর: দুপুর ২ টো ৪৩ মিনিটে ভুবনেশ্বরে ঢুꦜকে যাবে বন্দে ভারত এক্সপ্রেস। সেখনেও দু'মিনিট দাঁড়াবে।
৪) কটক: কটকে ঢ🦩ুকতে বন্দে ভারত এক্সপ্রেসের দুপুর ৩ টে ১০ মিনিট বাজবে। দুপুর ৩ টে ১২ মিনিটে কটক ছেড়ে বেরিয়ে যাবে।&n🌞bsp;
৫) জাজপুর কেওনঝড়: পাক্কা বিকেল ৪ টেয় জাজপুর কেওনঝড়ে ঢুকবে বন্দে ভারত এক্সপ্রেস। দু'মিনিট দাঁড়ান🍸োর পর বেরিয়ে যাবে।
৬) ভদ্রক: ভদ্রকে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছাবে বিকেল ৪ টে ৩৩ মিনিটে। ৪ টে ৩৫ মিনিটে আবার ෴হাওড়ার দিকে ছুটতে শুরু করব𒁃ে ভারতের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন।
৭) বালাসোর: বিকেল ৫ টে ১৫ মিনিটে বালাসোরে পৌঁছাবে। দু'মিনিট🐻 দাঁড়া💯বে।
৮) খড়্গপুরܫ: বালাসোরের পর সোজা খড়্গপুরে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস। সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে খড়্গপুরে ঢুকবে। দু'মিনিট স্টপেজের পর বেরিয়ে যাবে।
৯) হাওড়া: রাত ৮ টা ৩০ মিনিটে🍸 হাওড়া স্টেশনে ঢুকবে বন্দে ভা🌳রত এক্সপ্রেস।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউ🅘নলোড করার লিঙ্ক )