আগামী ৮ মে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একটা সময় জল্পনা চলছিল যে মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করে দেওয়া হবে। তবে শেষপর্যন্ত আগে মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। তার সপ্তাহখানেক পরে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে আপাতত বিষয়টি নিয়ে সংসদের তরফে কোনও বিজ্ঞপ্তি প্রক🍎াশ করা হয়নি। ফলে কখন আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে, তা এখনও স্পষ্ট হয়নি। তারপর কখন থেকে অনলাইনে নম্বর দেখতে পারবেন পড়ুয়ারা, তাও এখনও জানায়নি সংসদ। যখনই রেজাল্ট প্রকাশিত হোক, এবার হিন্দুস্তান টাইমস বাংলায় নিজেদের ফলাফল দেখতে পারবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।
২০২৪ সালে কতদিন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলেছে?
লোকসভা নির্বাচনের কারণে এবার অনেকটা আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। আগ🌊ামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। এবার যেহেতু অনলাইনেই নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া চলেছে, তাই পুরো প্রক্রিয়াটা দ্রুত মিটে গিয়েছে। সেই পরিস্থিতিতে ৯০ দিনের নির্ধারিত সময়সীমার অনেকটা আগেই উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করতে চলেছে সংসদ।
আরও পড়ুন: JEE Main Result 2024: JEE Main-এ ১০০ পেল ৫৬ জন! নেই বাংলার কেউ, IIT প্🌞রবেশিকায় কাট-অফ ৫ বছরে সর্বোচ্চ
কীভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা?
পরীক্ষার্থীরা যাতে সহজেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারেন, সেজন্য হিন্দুস্তান টাইমস বাংলার তরফে বিশেষ উদ্যোগ নেও💯য়া হয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের আগেই হিন্দুস্তান টাইমস বাংলায় এসে পরীক্ষার্থীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। নিজেদের নাম, রোল নম্বর, ইমেল আইডি এবং ফোন নম্বর দিয়ে নথিভুক্ত করে রাখতে পারবেন পড়ুয়ারা। তারপর যখন রেজাল্ট প্রকাশিত হবে, তখন তাঁদের অ্যালার্ট পাঠাবে হিন্দুস্তান টাইমস বাংলা।
যেদিন উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে, সেদিনই সার্টিফিকেট ও মার্কশিট পাবেন পড়ুযারা?
আপাতত যেহেতু উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা নিয়ে সংসদের তরফে সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তাই দিনের দিনই স্কুল কর্তৃপক্ষের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট মহলে൲র ধারণা, ৮ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিনই মার্কশিট এবং সার্টিফিকেট বিলি করা হবে।