জরুরি পরিস্থিতিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাম্বুল্যান্সও নিয়ে যাবে মৃতদেহ। কালিয়াগঞ্জের অসীম দেবশর্মা নিজের মৃত সন্তানকে অ্যাম্বুল্যান্সের অভাবে ব্যাগে করে বাড়ি নিয়ে গিয়েছিলেন। এই ঘটরা ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি। নিন্দায় সরব হন নেটনাগরিকেরা। মুখ্যমন্ত্রীও এ নিয়ে𝔍 ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার পরই বুধবার একটি বৈঠকে বসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতি। সেই বৈঠকের পর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ𝓀র সঙ্গে হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালকদের 'দৌরাত্ম্য' নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি।
বৈঠ𝓀কের পর গৌতম দেব বলেন, 'যা হয়েছে তা মোটেই কাম্য নয়। সম্পূর্ণ যোগাযোগের অভাবের কারণের এই ঘটনা হয়েছে। আগামী দিনে যাতে এই রকম ঘটনা আর না ঘটে তার জন্য আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি।'
শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে ১৪টি 'নিশ্চয়যান' অ্যাম্বুল্যান্স রয়েছে। সেগুলি এত দিন কোনও মৃতদেহ বহন করতে না। তবে এবার থেকে জরুরি পরিস্থিতি মৃতদের বহন করবে অ্যাম্বুল্যান্সগুলি। প্রসঙ্গত, অসীম দেবশর্মা অভিযোগ জানিয়েছিলেন, মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের অনেকের কাছে সাহায্য চেয়েছিলেন তিন🔯ি। কিন্তু হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়, মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য কো🌟নও ব্যবস্থা করে না হাসপাতাল।
এছাড়া, শিলিগুড়ি পুরসভার দু্'টি শববহনকারী যান রয়েছে। সেগুলি শিলিগুড়ি জেলা হাসপাতালের সঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের কাজেও ব্যাবহার করা হবে। এর সঙ্গে মেয়র জেলাশাসকেও অনুরোধ করেছেন একটি শববাহী গাড়ির ব্যবস্থা করার জন্য। বুধবারের বৈঠকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার, প্রিন༺্সিপ্যাল ও এসডিও।
(পড়তে পারেন। এবার আসতে চলেছে ডেঙ্গুর ভ্যাকসিন, চলতি বছরের শেষেই টিকা ম﷽েলার সম্ভাবনা)
অ্যাম্বুল্যান্সের 'দৌরাত্ম্য' রুখতে কী ব্যবস্থা?
রোগী কল্যাণ সমিতির বৈঠকে অ্যাম্বুল্যান্সের 'দৌরাত্ম্য' নিয়েও আলোচনা হয়। এমনিতে হাসপাতাল ক্যাম্পাসে প্রায় শতাধিক অ্যাম্বু🔥লেন্স থাকে। এবার সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে। হাসপাতালে চত্বরে ৩০টির বেশি অ্যাম্বুল্যান্স থাকবে না। হাসপাতালের সুপার স꧅ঞ্জয় মল্লিক বলেন, 'একটি নির্দিষ্ট সময়ে হাসপাতালের ভিতর ৩০টির বেশি অ্যাম্বুল্যান্স রাখা যাবে না। তাদের চিহ্নিতকরণের জন্য মেডিক্যাল কলেজের স্টিকার লাগানো থাকবে গাড়িতে।'
গৌতম দে🃏ব বলেন, 'কোনও পরিবাররে অ্যাম্বুলেন্স ভাড়া করার সামর্থ্য না থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে অ্যাম্বুল্যান্স জোগাড় করে দেবেন। নির্দিষ্ট সংখ্যক অ্যাম্বুল্যান্স থাকবে হাসপাতাল ক্যাম্পাসে।' অবিলম্বে বৈঠকের সিদ্ধান্তগဣুলিকে কার্যকরী করার কথা বলেছে রোগী কল্যাণ সমিতি।
(পড়তে পারেন। নদিয়ার দন্ত চিকিৎসককে গ্রেফতার করল দিল্লি পুলিশ, নেপথ্য কাহিন♚ী ঠিক কী?)