অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ। ঘটনা উত্তর ২৪ পরগনার বসিরহাটের খোলাপোতা এলাকার। মেয়েকে কোলে ফিরে পেয়ে পুলিশকে কৃতজ্ঞতায় ভরিয়েছেন মা। তবে অভিযুক্ত পলাতক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বসিরহাট মহকুমার মাটিয়া থানা এলাকার খোলাপোতা দক্ষিণ মথুরাপুর থেকে এক শিশুকন্যাকে অপহরণ করে পূর্ব পরিচিত এক যুবক। দক্ষিণ মথুরাপুরের বাসিন্দা রেজাউল ইসলামের বাড়িতে কিছুদিন ভাড়া ছিল মইদুল শেখসহ কয়েকজন যুবক। কাজ মিটে যাওয়ায় মাস কয়েক আগে ভাড়া ছেড়ে ফিরে যায় তারা। তবে ভাড়াটে যুবকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে পরিবারটির। সেই সূত্রে মঙ্গলবার রেজাউলদের সঙ্গে দেখা করতে আসে মইদুল।এর পর রেজাউলের আড়াই বছরের শিশুকন্যাকে খাবার কিনে দেওয়ার নাম করে নিয়ে বেরিয়ে উধাও হয়ে যায় যুবক। দীর্ঘক্ষণ মেয়ে না ফেরায় মইদুলকে ফোন করেন রেজাউলের স্ত্রী। ফোনে সে জানায়, একটু দূরে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই ফিরবে। তার পরেও না ফেরায় ফের ফোন করেন শিশুকন্যার মা। কিন্তু ততক্ষণে ফোন বন্ধ হয়ে যায়।এর কিছুক্ষণ পর ফোন করে রেজাউলের পরিবারকে জানানো হয়, সাড়ে চার লক্ষ টাকা মুক্তিপণ দিলে তবেই ফেরত পাওয়া যাবে মেয়েকে। আর পুলিশকে জানালে দেহ টুকরো টুকরো করে ফেরত পাঠাবে তারা। সঙ্গে সঙ্গে মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেন রেজাউল। পুলিশ তদন্তে নেমে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে উদ্ধার করে শিশুকন্যাকে। তবে পুলিশ পৌঁছনোর আগেই গা ঢাকা দেয় মইদুল। বুধবার মায়ের কোলে মেয়েকে ফিরিয়ে দেন বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র ও মাটিয়া থানার ওসি তাপস ঘোষ।