যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাকিস্তানি🌠 ও খালিস্তানিদের বন্ধু বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামে মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। তাঁর দাবি, যাদবপুরে খালিস্তানিদের মতো ক্র্যাকডাউন হওয়া উচিত।
এদিন শুভেন্দুবাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘যাদবপুরের ছাত্রছাত্রীরা ‘নো ভোট টু মোদী করে’ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে আছে। তারা দেশবিরোধী। আমি যাদবপুরের গেটে গেছিলাম, একদল এসে আমাকে বলল জাতীয় পতাকা তুলতে দেয় না। বন্দেমাতরম গাইতে দেয় না। তারা প্রধান🌠মন্ত্রীর মন কি বাত শুনবে কেন? এরা পাকিস্তানি, খালিস্তানিদের বন্ধু’।
এর আগে তাঁকে বলতে শোনা যায়, ‘আচার্যের উচিত যাদবপুরে কড়া ব্যবস্থা 🔯নেওয়া। প্রয়োজন হলে আচার্যর যা ক্ষমতা আছে প্রয়োগ করে দেশব💧িরোধী টুকরে টুকরে গ্যাং ও মদ, গাঁজা, চরস, আফিম, ড্রাগের যে ব়্যাকেট, একে ধ্বংস করতে গেলে ক্র্যাকডাউন করতে হবে। খালিস্তানিদের মতো ক্র্যাকডাউন করতে হবে।’
রাজ্য সরকারের মদতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনাচারের বাড়বাড়ন্ত বলে অভিযোগ করে তিনি বলেন, ‘যাদবপুরের ছাত্ররা আমার ওপর হামলা করলে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না। উলটে যাদবপুর থানার ওসি আমার বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন। এতে স্পষ্൲ট বোঝা যায় রাজ্য সরকার টুকরে টুকরে গ্যাংয়ের পাশেই রয়েছে। এদের নির্মূল করতে গেলে তাই মমতা বন্দ্যোপা💯ধ্যায়কে প্রাক্তন করতে হবে।’
এদিন শুভেন্দুবাবুর সঙ্গে প্রধানমন্🐻ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনতে হাজির হন কয়েকশ মানুষ। সভায় দেখা যায় বিক্ষুব্ধ বিজেপি নেতা প্রলয় পালকেও।