ঝালদা পুরসভায় আবার আইনি জট দেখা দিল। আর তাই আগামী ৮ ডিসেম্বর আস্থা ভোট হচ্ছে না ঝালদা পুরসভায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ হয়ে গিয়েছ🉐ে ডিভিশন বেঞ্চে। তবে পদ্ধতি মেনে চেয়ারম্যান সরানোর প্রক্রিয়া করতে পরামর্শ দেন বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। গত বৃহস্পতিবার ৮ ডিসেম্বর তারিখের মধ্যে ঝালদায় আস্থাভোট করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর নির্দেশ, জেলাশাসকের উপস্থিতিতে আস্থা ভোট করতে হবে। ১২ ড𒁃িসেম্বর তারিখের মধ্যে সেই আস্থা ভোটের রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। তবে তার মাঝখানে ঝালদা পুরসভা যেমন চলছে, তেমনই চলবে।
এদিকে ঝালদা পুরসভা নিয়ে আইনি জটিলতা বহুদিন ধরেই অব্যাহত রয়েছে। তিন মাস আগে পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়–সহ চার কংগ্রেস কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এঁদের মধ্যে ছিলেন নি🃏হত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু, বিজয় কান্দু, পিন্টু চন্দ্র এবং সোমনাথ কর্মকার। এই দলবদল করার পর ঝালদা পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে কংগ্রেস। তারপর সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পুরসভার উপ–পুরপ্রধান পূর্ণিমা কান্দু পদ থেকে ইস্তফা দেন। ঝালদা পুরসভার চেয়ারপার্সনের অপসারণ চেয়ে জোড়া মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে পাঁচজন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং দু’জন কংগ্রেস কাউন্সিলরের দুটি পৃথক মামলা দায়ের হয় কল꧟কাতা হাইকোর্টে।
অন্যদিকে কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর হয়ে মামলা লড়েছেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় এখন সমীকরণ রয়েছে তৃণমূল কংগ্রেস ১০ এবং কংগ্রেস ২। পুরপ্রধান পদে রয়েছেন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী শীলা চট্টোপাধ্যায়। এই অবস্থায় গত ২৩ নভেম্বর পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্ট🔯ের দ্বারস্থ হন ঝালদা পুরসভার দুই কংগ্রেস কাউন্সিলর। আর একই আবেদন পৃথকভাবে করেন তৃণমূল কংগ্রেসের ৫ কাউন্সিলর। তবে আস্থা ভোট না হওয়ায় কারও ইচ্ছাই পূর্ণ হল না। সুতরাং এখন পুরপ্রধান থেকে গেলেন শীলা চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: ‘করাচি বানানা🃏 চাহতে হো?𝕴’ রাজস্থানের বিজেপি বিধায়ক মাংসের দোকান বন্ধ করলেন
এছাড়া বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল, আগামী ৮ ডিসেম্বর তারিখের মধ্যে আস্থা ভোট করতে হবে জেলাশাসকের উপস্থিতিতে। ১২ তারিখের মধ্যে আদালতে সমস্ত রিপোর্ট জমা দিতে হবে। আজ, বুধবার এই নির্দেশ খারিজ করে দেন বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আগামী ৮ ডিসেম্বর ঝালদা পুরসভায় আস্থাভোট হচ্ছে না বলেই জানানো হয়। পুরসভা নির্বাচনে ১২ আসন বিশিষ্ট ঝালদা ꦉপুরসভায় কংগ্রেস ৫, তৃণমূল কংগ্রেস ৫ এবং নির্দল দুটি ওয়ার্ডে জয়লাভ করে। তবে বোর্ড গঠনের আগে ২০২২ সালের ১৩ মার্চ দুষ্কৃতীদের গুলিতে নিহত হন ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তারপর থেকেই জটিলতা অব্যাহত।