প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে এইমস কল্যাণীকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল। রꩲাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দাবি করেছে, হাসপাতালতের পরিবেশগত কোনও ছাড়পত্র নেই। কেন নেই তাও জানিয়েছে পরিবেশ দফতর♈। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের রায়ের কারণেই এই ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
রবিবার একগুচ্ছ এইমসের উদ্বোধন
রবিবার গুজরাটের রাজকোট থেকে🧸 এইমস রাজকোট, এইমস ভাতিন্ডা, এইমস মঙ্গলগিরি, এইমস রায়বেরেলি এবং এইমস কল্যাণীর ভার্চুয়ালি উব্দোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র নিয়ে নতুন দাবিতে সমস্যা তৈরি হয়েছে🍨।
এইমস কর্তৃপক্ষ বলেছেন, ‘রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে আদালতে একটি মামলা চলছে। আদালত যা রায় দেবে, সেই অনুযায়ী পরবর্ত🤡ী পদক্ষে𝐆প করা হবে। এর সঙ্গে উদ্বোধনের কোনও সমস্যা নেই। নির্দিষ্ট সূচি মেনেই উদ্বোধন হবে।’
আরও পড়ুন। স্বপ্নের এইমস হাস🦂পাতাল কল্যাণীতে, কলকাতা ফেল! ১০ টাকায় চিকিৎসা, ভর্তি𒁃 হতে কত? বেড কটা?
আরও পড়ুন। বিরল রোগের সচেতনতায় বিশেষ ক্যাম্প করবে পুরসভা, থাকবে চিকিৎসাꩵ পরিষেবাও
কী বলছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ
পর্ষদ স✤ূত্রে খবর, পরিবেশগত ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি স্থগিতাদেশ রয়েছে। সেই স্থগিতাদেশ না তোলা হলে, পরিবেশের ছাড়পত্র দেওয়া যাবে না। পরিবেশগত ছাড়পত্র যদি না দেওয়া যায় তবে ‘কনসেন্ট টু অপারেট’ দেওয়াও সম্ভব নয় বলে প🍷র্ষদ জানিয়েছে।