নবমীর রাতে বিগ্রহের গা থেকে চুরি গেল সোনার গয়না, রুপোর অস্ত্র। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে মুর্শিদ🧜াবাদের কান্দিতে। ভোর ৫টায় পুজোর উপাচার পালন করতে গিয়ে বিষয়টি টের পান কান্দির পার রসোড়া গ্রামের ঘোষ পরিবারের সদস্যরা। খব🌸র পেয়ে পৌঁছয় কান্দি থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
পার রসোড়া গ্রামের ঘোষ বাড়ির পুজো বহু পুরনো। এলাকায় পুজোর বেশ খ্যাতি আছে। প্রতি বছর সোনার গয়না ও রুপোর অস্ত্রে সাজানো হয় দুর্গার বিগ্রহ। এ༒বারও তার ব্যতিক্রম হয়নি। নবমীর রাতে পুজোর উপাচ෴ার সেরে মন্দির বন্ধ করে বাড়িতে চলে যান ঘোষ পরিবারের সদস্যরা। দশমীর সকালে মন্দির খুলে তারা দেখেন, বিগ্রহের গায়ের সোনার গয়না ও রুপোর অস্ত্রগুলি গায়েব। ভেঙে পড়ে রয়েছে সিসিটিভি ক্যামেরা। খবর চাউর হতে শোরগোল পড়ে এলাকায়।
দুর্গা মন্দিরে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। গোটা এলাকা ঘুরে দেখেন তাঁরা। পরিবারের দাবি, ভোর রাতের দিকে চুরি হয়েছে🥃। অনেকে মন্দির থেকে আওয়াজ পেয়েছেন বলেও জানিয়েছেন। তার পরও কেন কেউ ঘর থেকে বেরোলেন না তা নিয়েও প্রশ্ন উঠছে।