রয়েছে ৬০টি বেড, তবু অন্তঃসত্ত্বাদের ভর্তি নিতে অস্বীকার কাটোয়া মহকুমা হাসপাতালে
1 মিনিটে পড়ুন Updated: 23 Feb 2021, 05:13 PM IST Debasish Podder হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গড়ে প্রতিদিন ১০–১৫ জন প্রসূতি বিভাগে ভর্তি হন। শুধু পূর্ব বর্ধমান নয়, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম থেকেও রোগীরা আসেন এই হাসপাতালে।