আর কোনও স্বপ্নদীপের স্বপ্ন যেন অকালে ঝরে না যায়। এটাই এখন কার্যকরী করছে কাজি নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন স্বপ্নদীপ কুণ্ডু বর্বরোচিত র্যাগিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ। যার ফলে প্রাণটাই চলে গিয়েছে। এমন ঘটনার সাক্ষী যাতে কাজি নজরুল বিশ্ববিদ্যালয় না হয় তার জন্য কড়া পদক্ষেপ করা হয়েছে। আগেভাগেই ঢেলে সাজানো হচ্ছে অ্যান্টি র্যাগিং কমিটি। মনোবিদ–সহ নানা বিশেষজ্ঞ এই কমিটিতে রাখা হচ্ছে। কম্পিউটার সায়েন্সের বিশেষজ্ঞদেরও এখানে রাখা হচ্ছে। পড়ুয়াদের কাউন্সেলিং এবং কমন রুমে ইন্ডোর গেম ও আউটডোর গেমের রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে খেলায় জোর দিলে পড়ুয়াদের ম🎐ানসিকতার বদল সম্ভব।
এদিকে যাদবপুরের ঘটনা নিয়ে এখন রাজ্য–রাজনীতি সরগরম। আর এই ঘটনা থেকেই শিক্ষা ꦫনিয়েছে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়। কারণ তার অধীনে রয়েছে ১৬টি সরকারি কলেজ। আবার হস্টেলের সংখ্যা ৮টি। তাই স্বপ্নদীপের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে প্রত্যেকটি হস্টেলেই বাড়তি নজরদারির নির্দে🃏শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাক্তনীদের দাপাদাপি মেনে নেওয়া যাবে না। তাই এই বিষয়টির উপরও নজরে রাখছে কর্তৃপক্ষ।
অন্যদিকে আসানসোল–দুর্গাপুরের কলেজগুলির ক্যাম্পাসে বাড়বাড়ন্ত দেখা যায় ছাত্র নেতাদের বলে অভিযোগ। অফি♛স রুমে তাদের বিশেষ প্রভাব রয়েছে বলে অভিযোগ আছে। তাই এই স্বঘোষিত ছাত্র নেতাদের পড়া শেষ হয়ে যাওয়ার পরও হস্টেল দখলে রাখে তারা। তবে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়? সেটা এখন পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্রের খবর। হস্টেল সুপারদের বাড়তি নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের কমন রুম ও জিমে লক্ষ্য রাখা হচ্ছে। শারীরিক কসরতের উপর পড়ুয়ারা যাতে জোর দেন তার জন্যও পদক্ষেপ করা হচ্ছে।
আরও পড়ুন: ‘দ্রুত তদন্ত শেষ🅺 করতে পারব’, যাদবপুর কাণ্ড নিয়ে জানিয়ে দিলেন পুলিশ কমিশনার
ঠিক কী বলছেন উপাচার্য? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় যথেষ্ট কষ্ট পেয়েছেন কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘স্বপ্নদীপের ঘটনা মর্মান্তিক। এই ঘটনা বরদাস্ত করা যায় না। আমরা র্যাগিং প্রতিরোধে ও পড়ুয়াদের ম💃ানসিক অবসাদ কাটাতে একাধিক পদক্ষেপ করছি। নতুন ধাঁচে গড়♈ে তোলা হচ্ছে অ্যান্টি র্যাগিং কমিটি। ১৫ দিন পর পর হস্টেল ভিজিট করবেন কমিটির সদস্যরা।’ তবে তার সঙ্গে আরও বেশ কিছু জিনিস যোগ করতে চলেছে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে কাউন্সেলিং থেকে শুরু করে খেলা, ব্যায়ামের উপর বেশি জোর দেওয়া হচ্ছে।