রূপশ্রী প্রকল্পের টাকা পেতে ভুয়ো আবেদনপত্র জমা দিয়ে জেল খাটার উপক্রম হয়েছে এক গৃহবধূর। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নবোদয় পল্লি এলাক🌠ার। অভিযোগ সুলেখা দাস অধিকারী নামে এক বধূর বিরুদ্ধে। তাঁর জমা দেওয়া আবেদনপত্রে মঙ্গলবার বিয়ের কথা থাকলেও সন্ধ্যায় প্রশাসনের আধিকারিকরা পৌঁছে দেখেন বাড়ি শুনশান। জানা যায় সুলেখার আগেই বিয়ে হয়ে গিয়েছে। এর পর ভুয়ো আবেদন করায় বধূর বিরুদ্ধে আইনি পদক্ষেপের তোড়জোড় শুরু করেছেন নারায়ণগড়ের বিডিও।
বিডিও অফিস সূত্রের খবর, সম্প্রতি বিয়ের ভুয়ো আমন্ত্রণপত্র ছাপিয়ে রূপশ্রী প্রকল্পের টাকার জন্য বিডিও অফিসে আবেদন করেন সুলেখা। আবেদনপত্রে জানান, বিয়ে হবে ১৪ ডিসেম্বর। তদন্ত করে বিডিও অফিসের আধিকারিকরা জানতে পারেন আবেদনকারীর ৫ মাস আগে বিয়ে হয়ে গিয়েছে। মঙ্গলবার রাতে নবোদয় পল্লিতে হানা দেন নারায়ণগড়ের বিডিও কৃষাণু রায়। সেখানে তিনি দেখেন,🔥 বিয়ের কোনও নামগন্ধ নেই। গোটা বাড়ি শুনশান। ওদিকে দোরগোড়ায় বিডিওকে দেখে মেয়েকে বধূর সাজে সাজাতে বসে যান বাড়ির মেয়েরা। ধরা পড়তেই সুর নরম হয়ে যায় সবার।
কৃষাণুবাবু꧋ জানিয়েছেন, রূপশ্রী প্রকল্পের বহু ভুয়ো আবেদন জমা পড়ছে। তাই আমরা তদন্ত করে আবেদন মঞ্জুর করছি। এ🍌ই ধরণের ভুয়ো আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হচ্ছে।