পার্থ টেস্𓄧টে চালকের আসনে ভারত। টিম ইন্ডিয়ার যা পারফরমেন্স, তাতে বুমরাহ-সিরাজরা এই ম্যাচ শেষ ক🐭রে দিতে পারেন চারদিনেই। প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটারের যা অবস্থা ছিল তা দেখে চাপে পড়ে গেছিল ভারতই। বুমরাহ ম্যাজিকে খেলায় ফিরেছিলন ভারত। কিন্তু টিম ইন্ডিয়ার ব্যাটারদের থেকে খুব বেশি রানের আশা ভক্তরা করছিলেন না।
ভারতের দিকেই ঝুলছে ম্যাচের ভাগ্য-
তবে বোলার-ব্যাটার মিলিয়ে ভারতীয় দলের সকলেই ভালো খেললেন। দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের ব্যর্থতা ঢেকে দিলেন ব্যাটাররা। যে দুই ব্যাটার চূ♍ড়ান্ত ব্যর্থ হয়েছিলেন, সেই বিরাট কোহলি আর যশস্বী জয়সওয়ালই ভারতকে জয়ের ভিত গড়ে দিলেন। দিনের শেষে অজিদের স্কোর ১২ রানে তিনি উইকেট, যা দেখে মনে হয় এই ম্যাচ তাঁদের পক্ষে জেতা খুবই কঠিন।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং♔ সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
সিরাজের সঙ্গে ল্যাবুশেনের একটু মিস্ট ঝগড়া-
এদিকে ম্যাচ চলাকালীন দ্বিতীয় ইনিংসে বিতর্কে জড়ালেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ এবং অজি অলরাউন্ডার মার্নাস ল্যাবুশেন। নাইট ওয়াচম্যান হিসেবে মাঠে নামা প্যাট কামিন্স এসে তিনি দ্রুতই সাজঘর🔯ে ফেরেন। এরপর সিরাজ বোলিং করছিলেন ল্যাবুশেনকে, তখনই তিনি একটি বল ডিফেন্স করে বলেন নো রান। সেটা শুনে পাল্টা তাঁকে সির🍷াজ বলেন ‘ হোয়াট’।
আরও পড়🏅ুন-ICC চ্যাম্পিয়ন্স ✅ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
বুমরাহ এলবিডাব্লু করেন ল্যাবুসেনকে-
মাঠে কম সময়ের জন্য থাকলেও ল্যাবুশেনের সঙ্গে মজা করলেন ভারতীয় ক্রিকেটাররা। আসলে তিনিও বেশ মজাদার। যত না স্লেজিং করেন তার থেকে লোক হাসান বেশি। সিরাজও তাঁকে একটু স্লেজিং করার উদ্দেশ্যে তাঁর কাছে এগিয়ে গিয়ে কিছু বলেন। যা শুনে মার্নাস ল্যাবুশেন খুব বেশি কথা বাড়াতে চাননি। এরপরই বুমরাꦛহ এলবিডাব্লু করেন মার্নাস ল্যাবুসেন।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপ𒁃ত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
বুমরাহই ম্যাজিক ম্যান-
বর্তমানে ১২ রানে ৩ উইকেট পড়ে গেছে অস্ট্রেল🌌িয়া ক্রিকেট দলের। নিজেদের মাঠেই কার্যত চেনা উইকেটে ল্যাজেগোবরে অবস্থা হয়েছে অজিদের। কিছুটা অপ্রত্যাশিতভাবেই ব্যাটিং বিপর্যয়ের সামনে প꧒ড়েছে অজিরা, সৌজন্য অবশ্য জসপ্রীয় বুমরাহর ম্যাজিকাল হাত। প্রথম ইনিংসে ওরকম পারফরমেন্স যে শুধু পিচের জন্য ছিল না সেটাই দ্বিতীয় ইনিংসে প্রথম দুই উইকেট তুলে নিয়ে বোঝালেন বুমরাহ।