কয়লা ও গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করেছিল বিকাশ মিশ্রকে। জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি। তবে তারপরেই বিকাশের বিরুদ্ꦉধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। গ্রেফতার কর💞ে কলকাতা পুলিশ। বিকাশ মিশ্র। আর রবিবার আলিপুর আদালতে তোলা হয়েছিল বিকাশকে। আর আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় চিৎকার শুরু করে দেন বিকাশ।
প্রিজন ভ্যানে ওঠার সময় বিকাশ মিশ্র চিৎকার করে বলতে শুরু করে, আমাকে মারার চক্রান্ত চলছে। আমাকে মারার চক্রান্ত চলছে। 🌺আমি ম♍ুখ খুললে সরকার পড়ে যাবে। চিৎকার করতে থাকেন বিকাশ। তবে তাকে নিয়ে দ্রুত চলে যায় প্রিজন ভ্যান।
এর আগে কয়লাকাণ্🤡ডে জামিন পেয়েছিলেন বিকাশ। সেই সময় তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন।
সেই সময় তিনি বলেছিলেন, ‘৩৫ সপ্তাহ ধরে আমি সিবিআইয়ের কাছে হাজিরা দিচ্ছি। সই করছি আর চলে আসছি। সিবিআই চার্জশিটে আমার নাম জুড়ে দেওয়া হলেও কয়লাকাণ্ডে যোগের কোনও প্রমাণ নেই। লালার সঙ্গে মুখোমুখি জেরার কথা আমার জানা 🅺নেই। এখন আমি আইনি পরামর্শ নেবো। আর এই মামলায় আমি নির্দোষ।
এবার আবার বিকাশ মিশ্রꦜ বলতে শুরু করেছেন আমাকে মারার চক্রান্ত চলছে। সেই সঙ্গেই তার দাবি, মুখ খুললে সরকার পড়ে যাবে। এখানেই প্রশ্ন কী এমন আছে বিকাশের কাছে যে সে মুখ খুললে সরকার পড়ে যাবে!
এদিকে এর আগে আরজি কর কাণ্ডে একই ভাবে প্রিজন ভ্যানের ভেতর থেকে চিৎকার করছিল সঞ্জয়। ⛦তাকে ফাঁসানো হচ্ছে বলে সে চিৎকার করেছিল। এবার সেই পথেই হাঁটা শুরু করল বিকাশ।
বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। কয়লা ও গরু পাচার মামলায় দীর্ঘদ💫িন আগেই নাম জড়িয়েছিল বিকাশের। পরে তাকে সিবিআই গ্রেফতার করেছিল। পরে তিনি মুক্তি পেয়েছিলেন। কিন্তু গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। কালীঘাট থানার পুলিশ তাকে ধরেছিল। কিন্তু সেটা অন্য মামলায়।
পকসো মামলায় গ্রেফতার করা হয়েছে বিকাশকে। আমায় মারার একটা চক্রান্ত চলছে। আমি মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে। বিকাশের আইনজীবী জানিয়েছেন, পুলিশের হেফাজতে থাকলে তার মক্কেলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তবে সরকারি তরফের আইনজীবীর দাবি বিকাশ বাইরেই ছিল। তার💟 কোথাও🔯 নিরাপত্তার বিঘ্ন হয়নি।
তবে এদিন প্রিজন ভ্যানে উঠে বিকাশ যে সমস্ত কথা বলে তার জেরে ফের শোরগোল পড়ে যায়।&ℱnbsp;