গত অক্টোবরেই তড়িঘড়ি সাতপাকে বাঁধা পড়েছেন রূপসা চট্টোপাধ্যায় এবং সায়🐓নদীপ সরকার। যদিও তাঁরা আইনি বিয়ে ২০২৩ সালেই সেরে ফেলেছিলেন। আর বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই সুখবর শুনিয়েছেন রূপসা-সায়নদীপ। তাঁদের সংসারে এবার আসছে নতুন সদস্য। এখন শুধুই 𝔍সময়ের অপেক্ষা।
এই মুহূর্তে অন্তঃসত্ত্বা স্ত্রীর যত্নের কোনও খামতি রাখছেন না সায়দীপ। বউকে খুশি রাখতে ব✅রের কাণ্ডকারখানার কিছু ঝলক পোস্ট করলেন রূপসা। যেখানে শনিবারের রাত আরও সুন্দর করে তুলতে রূপসার পছন্দের পিৎজা বানাতে দেখা যাচ্ছে সায়নদীপকে। হ্যাঁ, এক্কেবারেই হোমমেড পিৎজা। অন্তঃসত্ত্বা অবস্থায় ফুড কার্ভিং হয় বৈকি। তাই শনিবার ছুটির দিনে বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে নিজের হাতে পিৎজা বানালেন সায়নদীপ সরকার। আর তাতে রূপসা যে বেজায় খুশি তা তাঁর পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। ছবিগুলি পোস্ট করে রূপাসা লেখেন, ‘Homemade pizza, Chef: us, Saturday night sorted’ (বাড়🌳িতে বানানো পিৎজা, আমরাই বানিয়েছি, শনিবারের রাতের খাবার রেডি)
রূপসার এই পোস্টে তাঁদের ভালোবাসায় ভরিয়েছেন নেটিজেনরা। অনেকেরই বক্তব্য, 'এমনই তো বর হওয়া উচিত।' গত ১৪ নভেম্বর বাবা-মা হওয়ার সুখবর শুনিয়েছিলেন রূপসা-সায়নদীপ। বেলুন দিয়🐟ে সাজানো বাচ্চার জিনসপত্র ও ঘুমন্ত বাচ্চার পুতুল রাখা একটা কেকের ছবি পোস্ট করে তাঁরা লিখেছিলেন, 'আহেম, আহেম! আশা করি সবাই এই পোস্ট পড়ছেন। এবার থেকে প্রতিটা চিলড্রেনস ডে আমাদের জন্য বিশেষ হতে চলেছে কারণ আমাদের জুনিয়র আমাদের সঙ্গে থাকবে। রূপসায়নের গোটা জীবনের জন্য, তাঁদের জুনিয়র আসছে শীঘ্রই। আমাদের আশীর্বাদ, শুভ কামনা, ভালোবাসা দেবেন।'
এই পোস্টের পরই কিছু নেটিজেন তাঁদের ট্রোল করতেও ছাড়েননি। একজন লেখেন, 'এই জন্যই ডিসেম্বর থেকে বিয়ের দিন সরিয়ে অক্টোবরে আনা হল।' কারোর মন্তব্য ছিল, 'এখনও সমাজে সোশ্যাল বিয়ের আগে মা হওয়াটা একটা বিরাট ইস্যু অনেকের কাছেই। বাহ! বুদ্ধি আছে।' এম༺নই নানান মন্তব্য উঠে এসেছিল। তবে রূপসা-সায়নদীপ অবশ্য এই মুহূর্তো কোনও ট্রোলিং, কটূ মন্তব্য পড়তে নারাজ। এই মুহূর্তে তাঁরা শুধুই হবু সন্তানের স্বার্থে হাসিখুশি থাকতে চান।