এত দিন যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা 'কংগ্রেসের গড়' হিসাবে পরিচিত ছিল, চব্ব𓃲িশের বিধানসভা উপনির্বাচনে, অসমের সেই সামাগুড়িতেই পদ্ম ফু꧑টিয়েছেন একদা কংগ্রেস নেতা, বর্তমানে রাজ্যে বিজেপির বড় ভরসা তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
বিধানসভা উপনির্বাচনে সামাগুড়ি কংগ্রেসের 'হাত' থেকে ছিনিয়ে নিয়েছেন হিমไন্⛦ত। এবার তাঁর লক্ষ্য হল, আগামী বিধানসভা নির্বাচনে অসমের অন্য পাঁচটি সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রেও বিজেপির প্রার্থীকে জিতিয়ে এনে বিধানসভায় পাঠানো।
এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্য উদ্ধৃত করে এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে - 'সংখ্যা♓লঘু ভোট জেতা সবসময়েই আমাদের লক্ষ্য থাকে। কিন্তু, কাউকে তুষ্ট করে আমরা জিততে চাই না। বদলে আমরা সকলের জন্য ন্যায়বিচার চাই। আমাদের সব কা সাথ, সব কা বিকাশ - স্লোগানই তার প্রমাণ। তাই আমরা সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে যাব ভোট চাইতে। কিন্তু, আমরা যাব একটি ℱজরুরি ও স্পষ্ট বার্তা সঙ্গে নিয়ে, যে আমরা কাউকে তুষ্ট করতে আসিনি। আমরা এখানে এসেছি আপনাদের সুবিচার দিতে।'
অসমের বিশেষ কিছু আসনে বিজেপির জয় প্রসঙ্গে হিমন্ত বলেন, 'গত লোকসভা নির্বাচনে আমরা করিমগঞ্জ আসনে জিতেছিলাম। এবং আমার মতে, সেটা ছিল সেরা ফলাফল। এবং সবথেকে গুরুত্বপূর্ণও বটে। কারণ, অসমের যা প্রেক্ষাপট, তাতে কেউ ভাবতে পারেনি যে বিজে🅰পি করিমগঞ্জে জয়লাভ করবে। কারণ, সেখানকার ৬৫ শতাংশ বাসিন্দাই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত।'
সামাগুড়ি আসনে জয় এবং তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, 'একই ঘটনার পুনরাবৃত্তি হল সামাগুড়ি বিধানসভা কেন্দ্রে। এই ঘটনা আরও অন্তত পাঁচটি কেন্দ্রে ঘটাব আমরা। আমি কোন পথে চলব, তা ইতিমধ্যেই ঠিক করে নিয়েছি। এবং আমি জানি, আমাকে কোথায় যেতে হবে। ঠিক কোন কেন্দ্রে আমাকে পৌঁছতে হবে। আমরা অসমের যেকোনও আসনে চাইলেই যেতে পারি না। কারণ, পরিস্থিতি এই মু𒆙হূর্তে ঠিক নেই।'
হিমন্ত বিশ্বশর্মার মতে, এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে অসমে অন্তত বিজেপি তার জয়ের ধারা অব্যাহত রেখেছে। ২০২৬ সালে অসমে পরবর্তী বিধানসভা নির্বাচন অনুষ🎃্ঠিত হবে। তার আগে, বিধানসভা উপনির্ꦏবাচনের এই জয় বিজেপির স্থানীয় নেতা ও কর্মীদের মনোবল বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এবার বিজেপি মোট তিনটি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, তাদের জোটসঙ্গী অসম গণ পরিষদ (অগপ) 🔥এবং ইউনাইটেড পিপল'স পার্টি লিবাব়াল (ইউপিপিএল) একটি করে🐬 মোট দু'টি আসন পেয়েছে।
তথ্যাভিজ্ঞ মহল বলছে, উপনি🎃র্বাচনে সামাগুড়িতে বিজেপির এই জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ, ২০০১ সাল থেকে এই আসনটি কংগ্রেসের দখলে ছিল। এবারের উপনির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন তানজিল হুসেন। তাঁকে পরাজিত করে জয়ী হন বিজেপির ডিপলু রঞ্জন শর্মা।