কলকাতা মেডিক্যাল কলেজের দোতলায় আগুন। প্রবল ধোঁয়ায় চারদিক ছেয়ে যায়। মেন বিল্ডিংয়ের দোতলায় কার্ডিওলজি বিভাগের কাছে একটা শৌচাগারে আগুন লাগে 🐠বলে খবর। ঘটনার খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে আশার কথা একটাই, রোগীদের সরানোর মতো পরিস্থিতি হয়নি। ওয়ার্ডে কোনওভাবেই আগুন ছড়ায়নি বলে খবর। তবে রোগীদের মধ্য়ে 💝ও রোগীর পরিজনদের মধ্য়ে এনিয়ে আতঙ্ক ছড়ায়।
সূত্রের খবর, শৌচাগারের কোনও আবর্জনায় প্রাথমিকভাবে আগুন🍸 লাগে বলে খবর। তবে সেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়।
তবে হাসপাতালের মেন বিল্ডিংয়ে আগুনের ফুলকি, এই খবর পাওয়ার পরেই দমকলের পদস্থ কর্তারা🔯 দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। কারণ হাসপাতালে অত্যন্ত সংবেদনশীল জায়গা। সেখানে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায়।
এদিকে এক রোগীর পরিজন 🦂জানিয়েছেন, কার্ডিওলজি বিভাগের কাছে ধোঁয়া দেখা গিয়েছিল। তবে আগুন কোথাও ছড়িয়ে পড়েনি। মনে হচ্ছে বাথরুমে আগুন লেগেছিল।ܫ দোতলার বাথরুমে আগুন লেগেছিল বলে মনে হচ্ছে।
মেন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে বিল্ডিংয়ের দোতলায় আগুনের ফুলকি দেখা যায়। স্থানীয় কাউন্সিলর দ্রুত ঘটনাস্থলে চলে যান। তিনি জানান, ꦚমেয়র আমাকে ফোন করেছিলেন। টয়লেট ব্লকে কিছু আগুন দেখা গিয়েছিল। দমকলের ইঞ্জিন, পুলিশ এসেছে।
এমএসভিপি অঞ্জন অধিকারী সংবাদমাধ্যমে জানিয়েছেন, বাথরুম থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। পুলিশ বলছে মনে হয় কোনও রোগীর পরিজন হয়তো বিড়ি সিগারেট ফেলেছিলেন। তবে খুব তাড়াতাড়ি নিয়ন্🌸ত্রণে আনা সম্ভব হয়েছে।