জাতীয়স্তরে নরেন্দ্র মোদী ও তাঁর দলকে🐼 পরাস্ত করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া গতি নেই! মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এমভিএ-র ভরাডুবির প্রেক্ষাপটে সরা꧅সরি এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা তথা দীর্ঘদিনের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তাঁর সাফ কথা, নরেন্দ্র মোদীকে হারাতে হলে দেশব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান বিরোধী নেত্রী বা মোদীবিরোধী প্রধান মুখ হিসাবে তু🐼লে ধরতে হবে। এবং এক্ষেত্রে কোনও রাজনৈতিক দল যদি নিজেদের🔜 'ইগো' নিয়ে বসে থাকে, তাহলে আদতে কাজের কাজ কিছুই হবে না।
রবিবার হুগলি জেলার শ্রীরামপুর আরএমএস ময়দানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেই আয়োজনে স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও যোগদান করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক ড. সুদীপ্ত রায় প্📖রমুখ।
এই অনুষ্ঠানস্থলেই সাংবাদিকদের মুখোমুখি হন কল্যাণ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সম্প্রতি হরিয়ানায় কংগ্রেসের ফল ভালো হয়নি। মহারাষ্ট্রেও তারা সফল হতে পারেনি। এই রাজনৈতিক ব্যর্থতাগ𒊎ুলি স্বীকার করে নিতে হꦓবে। এবং তারপর সকলে মিলে একত্রে মোদী তথা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে অবতীর্ণ হতে হবে।
এক্ষেত্রে কল্꧅যাণের বক্তব্য হল, বিরোধী 🍰জোট বা INDIA শিবির যে জাতীয়স্তরে বারবার গেরুয়া বাহিনীর কাছে পরাজিত হচ্ছে, সেটা তো বোঝাই যাচ্ছে। এই প্রেক্ষাপট বদলাতে গেলে জাতীয় নেতৃত্বেও বদল আনতে হবে।
কল্যাণের বার্তা🍷, সারা ভারতে লড়াকু নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সুপরিচিত। তিনি মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করছেন, সেটাও কারও অজানা নয়। মোদীকে পরাস্ত করতে মমতার এই ইমেজকেই𝔍 যে ঠিক মতো ব্যবহার করতে হবে, সরাসরি সেই বার্তা দিয়েছেন কল্যাণ।
প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে INDIA সম্মিলিতভাবে ভালো ফল করলেও মোদীর বিপক্ষে কোনও নির্🌠দিষ্ট মুখ তারা তুলে ধরতে পারেনি। যদিও জাতীয় দলের অন্যতম নেতা হিসাবে কংগ্রেসের রাহুল গান্ধীকেই অনেকে অঘোষিতভাবে মোদীবিরোধী মুখ ধরে নিয়েছেন বলে মত ওয়াকিবহাল মহলের।
কিন্তু, এই বিষয়ে তৃণমূলের যে আগাগোড়া আপত্তি রয়েছে, সেকথা আগেও নানাভা🍰বে বুঝিয়ে দিয়েছে ঘাসফুল শিবির। বারবার জাতীয়স্তরে মমতাকেই মোদীবিরোধী প্রধান মুখ হিসাবে তুলে ধরার বার্তা দেওয়া হয়েছে। এমনকী, চব্বিশের ভোটের অনেকটা আগে থেকেই কলকাতায় বেশ কিছু জায়গায় 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই পরবর্তী প্রধান♑মন্ত্রী দেখতে চাই' বলে প্রচারও করতে দেখা গিয়েছে তৃণমূল কর্মী ও সমর্থকদের একাংশকে।
সময়ের সঙ্গে সেই প্রচার কিছুটা স্তিমিত হলেও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় আবারও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই বর্তমান ভ꧑ারতের প্রধান বিরোধী নেত্রী হিসাবে তুলে ধরার কথা বলে INDIA শিবিরকে বিশেষ বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে।