এবার চলন্ত গাড়ি সামনে চলে এক চিতাবাঘ। এমনটা যে ঘটতে পারে তা কল্পনাও করেননি গাড়ির চালক🅺। আর গাড়িটি চলন্ত অবস্থায় থাকায় আহত হল চিতাবাঘ। পরিস্থিতি ব🐬েগতিক দেখে গাড়ি নিয়ে চম্পট দেন ওই গাড়িচালক। কিন্তু যন্ত্রণার চোটে তীব্র গর্জন করতে থাকে চিতাবাঘটি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি মহকুমায়।
ঠিক কী ঘটেছে শিলিগুড়িতে? স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুম🌳ার বাগডোগরা সংলগ্ন হাঁসখোয়া চা–বাগানের সামনে ৩১ নম্বর জাতীয় সড়কে। চিতাবাঘটি রাস্তা পারাপার করার সময় দ্রুতগতিতে আসা একটি গাড়িতে ধাক্কা খায়। তার পরেই সে যন্ত্রণায় ছটখট করতে থাকে। একইসঙ্গে শোনা যায় বিকট হুঙ্কার।
এই হুঙ্কারে বহু মানুষের ঘুম ভেঙে যাꦓয়। তখন স্থানীয় বাসিন্দারাই বন দফতরে খবর দেন। তখনও গুরুতর আহত হয়ে চিতাবাঘটি জাতীয় সড়কের পাশে যন্ত্রণায় ছটফট করছিল। স্থানীয়দের থেকে খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে🙈 উদ্ধার করে নিয়ে যায়। এই উদ্ধারের সময়ও চিৎকার করতে থাকে চিতবাঘটি।
গোটা ঘটনাটি নিয়ে ঘোষপুকুর বন দফতরের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, ‘চিতাবাঘটিকে উদ্ধার করে বেঙ্গল সাফারির পশু হাসপাতা▨লে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার দুটি পা ভেঙে গিয়েছে। যার জন্যই আর্ত চিৎকার করছিল। চিকিৎসার পর এখন অনেকটা সুস্থ রয়েছে চিতাবাঘটি। কে বা কারা চিতাটিকে আঘাত করেছে তা জানতে তদন্ত করা হচ্ছে।’