Constitution Day 2024: ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। ভারতীয় সংবিধান সম্পর্কে দুর্দান্ত কয়েকটি তথ্য আজও খুব অল্পসংখ্যক মানুষ জানেন। এই তথ্যগুলিই একে একে জেনে নেওয়া যাক। সংবিধানের ইতিহাসের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ২৬ নভেম্বর ১৯৪৯ তারিখের কথা। এই দিনেই গৃহীত হয়েছিল সংবিধান। জাতির জন্য এটি উৎসর্গ করা হয়েছিল। পরে বাস্তবায়িত করা হয়েছিল ১৯৫০ সালের ২৬ জানুয়ারি (Const❀itution Day)।
যেহেতু ১৯৪৯ সালের ২৬ নভেম্বর এটি গৃহীত হয়, তাই ওই দিনটিকে সংবিধান দিবস হিসেবে পাল🐓ন করা হয়। অন্যদিকে ১৯৫০ সালের ২৬ জানুয়ারিকে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এবারে জ🥃েনে নেওয়া যাক, কোন কোন দিক থেকে ভারতীয় সংবিধান বিশেষ।
আরও পড়ুন - ‘খুব জ্বালাতন করে…থানা থেকে🃏 ডাক আসছে’ ফুড ব্লগ ক𝔍েন নিষিদ্ধ করল শিয়ালদার রাজুদা
১. ভারতীয় সংবিধানের এই মূল লেখাগুলি টাইপ বা মুদ্রিত ছিল না। সংবিধানের মূল কপিটি প্রেম বিহারী নারায়ণ রায়জাদার হাতে লেখা। এটি চমৎকার ক্যালিগ্রাফির অক্ষরে লেখা হয়েছিল। এর পღ্রতিটি পৃষ্ঠা শান্তিনিকেতনের শিল্পীদের দ্বারা সজ্জিত ছিল।
২. 🃏সংব♓িধানের মূল কপিগুলি হিন্দি এবং ইংরেজি দু’টি ভাষায় লেখা হয়েছিল।
৩. মূলত ভౠারতীয় সংবিধানে মোট ৩৯৫টি অনুচ্ছেদ (২২টি অংশে বিভক্ত) ছিল, কিন্তু বিভিন্ন সংশোধনীর ফলে বর্তমানে এটিতে মোট ৪৪৮টি অনুচ্ছেদ (২৫টি অংশে বিভক্ত) রয়েছে। সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে।
৪. সম্পূর্ণ সংবিধান প্রস্তুত করতে ২ বছর, ১১ মাস এবং ১৮ দিন সময় লেগেছিল। এটি ১৯৪৯ স꧂ালের ২৬ নভেম্বর সম্পন্ন হয়েছিল। ভারতীয় প্রজাতন্ত্রের এই সংবিধানটি ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে কার্যকর হয়েছিল।
আরও পড়ুন - ‘হেব্বি টেস্ট বাবা🌠!’ গাছের পাতা, সবজি কাঁচাই চিবিয়ে খান ইনি! কটাক্ষ নেটপাড়ার
৫. ভারতের সংবিধানের সঙ্গে ♉অনেক দেশের সংবিধানের বৈশিষ্ট্যগত মিল আছে। ইংল্যান্ড, আমেরিকা, জ🌃ার্মানি, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এবং জাপানের সংবিধানের সঙ্গে কাঠামোগত কিছু কিছু মিল আছে এতে। দেশের নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য, সরকারের ভূমিকা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর ক্ষমতা বর্ণনা করা হয়েছে এখানে। আইনসভা, বিচার বিভাগের কাজ, দেশ পরিচালনায় তাদের ভূমিকা— এসব বিষয় সংবিধানে উল্লেখ আছে।
৬. ২০১৫ সালে, ভারত সরকার ২৬ নভেম্বরকে ‘সংবিধান দিবস’ হিসাবে উদ্যাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। ২০১৫ একট𒈔ি বিশেষ বছর, কারণ সেই বছর সংবিধানের স্থপতি ডক্টর ভীমরাও আম্বেদ♋করের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হয়।
৭. ভারতীয💧় সংবিধান হল বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান।
৮. হাতে লেখা সংবিধানে ১৫ জন মহিলা-সহ ১৯৫০ সালের ২৪ জানুয়ারি গণপরিষদের ২৮৪ জন সদস্♏য স্বাক্ষর করেছিলেন। দুই দিন পরে ২৬ জানুয়ারি থেকে দেশে এই সংবিধান কার্যকর হয়।
৯. ভারতের সꦺংবিধান গণপরিষদ দ্বারা প্রস্তুত করা হয়েছিল। ভারতের গণপরিষদ সংবিধান প্রণয়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কাজ পরিচালনার জন্য মোট ১৩টি কমিটি গঠন করে।
১০. ভারতের প্রথম আইনমন্ত্রী ডঃ ভীমরাও আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যা𒁏ন ছ🐼িলেন।