BB Food Challenge Viral Video:কখনও পেয়ারাপাতা কখনও আবার শাপলা ফুল, কখনও নিমপাতা, কখনও আবার কাঁচা ধান। খিদে পেলেই চিবিয়ে খেয়ে নিচ্ছেন এই ‘খাবারগুলি’! শুধু যে খাচ্ছেন তাই নয়, এর রিলও বানাচ্ছেন। সম্প্রতি ফেসবুকে ভাইরাল এক বৃদ্ধের এহেন কাণ্ড দেখেই হতবাওক নেটপাড়া। বিবি ফুড চ্যালেঞ্জ নামের একটি ফেসবুক পেজ আছে ওই বৃদ্ধের। একই সঙ্গে রয়েছে একটি ইউটিউব চ্যানেল। পেজ বা চ্যানেল যেকোনও একটি খুলতে পারেন। চলে যান রিলসের সেকশনে। দেখতে পাবেন এমনই আজব সব ভিডিয়ো।
আরও পড়ুন - ‘খুব জ্বালাতন করে…থানা থেকে ডাক আসছে’ ফুড ব্লগ কেন নিষিদ্ধ করল শিয়াল😼দ🃏ার রাজুদা
কাঁচাই পুরছেন মুখে
গ্রামগঞ্জের বিভিন্ন জিনিস ন🌺িয়ে ভিডিয়ো করেন ওই বৃদ্ধ। কখনও মাটির বাড়ি, কখনও গাছের আড়ালে লুকিয়ে থাকা সাপ ইত্যাদি নিয়ে ভিডিয়ো করতে দেখা যায়। এর মধ্যেই তাঁর বেশ কিছু ভিডিয়ো বিভিন্ন শাকসবজি নিয়ে। সেগুলি খেয়ে তার স্বাদের কথা জানান তিনি। ‘বাবা, বাবা’ করে কথা বলতে বলতেই অনায়াসে চিবিয়ে খান কাঁচা শাকসবজি। কখনও কখনও দেখা যায়, গাছ থেকে না ছিঁড়েই খেꦗতে শুরু করে দিয়েছেন। আর তার এসব কাণ্ড দেখেই রীতিমতো অবাক নেটিজেনরা।
আরও পড়ুন - ভরাপেটে শিয়ালদা গেলেও খিদে পাচ্ছে কেন? ‘রাজু’কীয় পকেট পরোটার রহস্যের টানে হাজির HT💫 বাংꦛলা
নেটিজেনদের কটাক্ষ
নেটিজেনদের অনেকেই স্বাভাবিকভাবে এসব দেখে বেকুব বনে গিয়েছেন। তবে এই নিয়ে রঙ্গ রসিকতাও কম হচ্ছে না। যেমন কমেন্টে কোনও কোনও নেটিজে⛄নদের লিখতে দেখা যায় ‘এবার কাঁচা ওল খেয়ে নিন বাবা’। আবার গাছ থেকে নিমপাতা, পেয়ারাপাতা খেতে দেখে একজনের মন্তব্য ‘বাবা, এরম পাতা খেলে আপনাকে অন্যকিছু ভাববে বাবা’। আবার কেউ কেউ বৃদ্ধ ব্যক্তিকে শুধুই নকল করে বলছেন ‘হেব্বি টেস্ট বাবা’!
কাঁচা সবজি কতটা নিরাপদ?
কাঁচা সবজি কি সত্যিই খাওয়া খারাপ? স্বাস্থ্য় বিশেষজ্ঞদের একাংশের কথায়, কাঁচা সবজি♚ থেকেই পুষ্টি অকৃত্রিম উপায়ে পাওয়া যায়। রান্না করলে সবকিছুরই পুষ্টিগুণ কিছুটা কমে যꦛায়। সবজি কাঁচা খাওয়া সম্ভব। কিন্তু ফাইবার বেশি থাকলে তীব্র পেট ব্যথা হতে পারে। এছাড়াও, কাঁচা সবজির মধ্যে পোকা, ময়লা, সার, রাসায়নিক থাকে। সেগুলি পেটে গেলে সমূহ বিপদ। তাই ভিডিয়োতে বৃদ্ধ যেভাবে সবজি, গাছের পাতা কাঁচা চিবিয়ে খাচ্ছেন, তা সবসময় নিরাপদ নাও হতে পারে। বরং এতে রোগ হওয়ার আশঙ্কা বেশি।