‘আমি শুধু জস্সি ভাইকে বিশ্বাস করি, কারণ ও একজন গেমচেঞ্জার’- টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে যে মন্তব্য করেছিলেন, সোমবার পার্থ টেস্টে জেতার পরে সেই একই কথা বললেন মহম্মদ সিরাজ। আর বলারই কথা। কারণ দুটি ঐতিহাসিক জয়ের ক্ষেত্রে কমন ফ্যাক্টর একটাই। আর সেটা হল বুমরাহের 'মাস্টারক্লাস'। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চার ওভারে ১৮ রান ꦬদিয়ে দু'উইকেট নিয়েছিলেন বুমরাহ। হেরে যাওয়া ম্যাচে ভারতকে জিতিয়েছিলেন।বাকিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু বুমরাহ ছাড়া সেই বিশ্বকাপটা আসত না। আর পার্থেও ব্যাপারটা এক হয়েছে। বাকিদের অবদান ছিল। কিন্তু বুমরাহের ম্যাজিক ছাড়া কোনওমতেই জয় আসত না। তাই সেই ‘ঐতিহাসিক’ লাইন বলে তাঁকে কুর্নিশ জানিয়েছেন সিরাজ।
যদিও সিরাজের পথে পুরোপুরি হাঁটেননি ঋষভ পন্ত। শুধু বুমরাহকে নয়, তিনি কুর্নিশ জানিয়েছেন কেএল রাহুল, সিরাজ, হর্ষিত রানা, কেএল রাহুল, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালকেও। সিরাজের মন্তব্যের রেশ ধরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতের তারকা উইকেꩵটকিপার লিখেছেন, 'আমরাও শুধুমাত্র জসসি ভাই (বুমরাহ), মিঁয়া (সিরাজ), রানা (হর্ষিত রানা), কেএল ভাই (কেএল রাহুল), ওয়াইজে (যশস্বী জয়সওয়াল) এবং বিরাট ভাইয়ের (বিরাট কোহলি) উপরে বিশ্বাস করি। কারণ ওরা গেমܫচেঞ্জার।'
বুমরাহের ‘মাস্টারক্লাস’, গুঁড়িয়ে দেন অজিদের মেরুদণ্ড
বুমরাহ-সহ যে ছয় ‘গেমচেঞ্জার’-র কথা বল🌠েছেন পন্ত, তাঁরা প্রত্যেকেই পার্থ টেস্টে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বুমরাহ। আর আটটা উইকেট নেহাতই আটটি উইকেট নয়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া🅷র প্রথম উইকেট নিয়ে অজিদের মেরুদণ্ড গুঁড়িয়ে দেন। যেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেননি অজিরা। তারপর প্যাট কামিন্স এবং অ্যালেক্স ক্যারিরও উইকেট নেন।
তারপর দ্বিত๊ীয় ইনিংসে বুমরাহ যে তিনটি উইকেট নেন, সেটা অস্ট্রেলিয়াকে প🌠ুরো ধসিয়ে দেয়। ভারত যে ৫৩৪ রানের লক্ষ্যমাত্রা খাড়া করে, সেটার জবাবে মাঠে নেমে চতুর্থ বলেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেই উইকেট নেন 'ওয়ান অ্যান্ড অনলি' বুমরাহ। তারপর তৃতীয় দিনের শেষ বলে মার্নাস ল্যাবুশানকে আউট করে দেন। আর চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে কিছুটা লড়াইয়ে রেখেছিলেন যে ট্র্যাভিস হেড, তাঁকে নিখুঁত পরিকল্পনা করে আউট করে দেন। স্কিল এবং মাইন্ড গেমে মাত দেন হেডকে।
বাকি ৫ জন কেমন খেলেছেন?
১) মহম্মদ সিরাজ: প্রথম ইনিংসে ১৩ ওভারে ২০ রান দিয়ে দু'উইকেট নেন। আউট করেন মিচেল মার্শ এবং ল্যাবুশানকে। দ্বিতীয় ইনিংসে ১৪ ওভারে ৫১ রান🍸 দিয়ে তিন উইকেট নেন। আউট করেন প্যাট কামিন্স, উসমান খো𝕴য়াজা এবং স্টিভ স্মিথকে।
২) হর্ষিত রানা: প্রথম ইন😼িংসে ১৫.২ ওভারে ৪৮ রানে তিন উইকেট নেন। আর সেটার মধ্যে প্র♉থম উইকেট ছিল হেডের। তাছাড়া নাথান লিয়ন এবং মিচেল স্টার্ককে আউট করেন। দ্বিতীয় ইনিংসে একটা উইকেট নেন রানা। আর সেই উইকেটেই পার্থ টেস্ট খতম করে দেয় ভারত। ১৩.৪ ওভারে ৬৯ রান দিয়ে এক উইকেট নেন।
৩) যশস্বী জয়সওয়াল: দ্বিতীয় ই🐼নিংসে ১৬১ রান করেন। রাহুলের সঙ্গে প্রথম ই💎নিংসে ২০১ রানের পার্টনারশিপ গড়েন।
৪) কেএল রাহুল: ꩵদ্বিতীয় ইনিং🌜সে ৭৭ রান করেন। যশস্বীকে ‘গাইড’ করে এগিয়ে নিয়ে যান।
৫) বিরাট কোহলি: দ্✱বিতীয় ইনিংসে ♉অপরাজিত ১০০ রান করেন।