এবার আর দিন পরিবর্তন করা হল না। শুধু একদিন সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করে নিল রাজ্ꦺয সরকার। অর্থাৎ চলতি মাসে রাজ♏্য মোট ছ'দিন সার্বিক লকডাউন থাকবে। তার মধ্যে দু'দিন কেটে গিয়েছে।
অগস্টের শেষ সপ্তাহে ২৭ অগস্টꦛ (বৃহস্পতিবার) এবং ২৮ অগস্ট (শুক্রবার) সার্বিক লকডাউন ছিল। শনিবার ও রবিবারের পর আবার সোমবার (৩১ অগস্ট) সার্বিক লকডাউন কার্যকর হওয়ার কথা ছিল।
বুধবার বিকেলে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অগস্টের শেষ সপ্তাহে ট🎃ানা পাঁচ দিন ব্যাঙ্ক ও ব্যবসাজনিত কাজে সমস্যা হবে বলে একাধিক আবেদন জমা পড়েছে। তা বিবেচনা করেই আগামী ২৮ অগস্ট সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ চলতি মাসে আর চারদিন সার্বিক লকডাউন বলবৎ হবে - ২০ অౠগস্ট (বৃহস্পতিবার), ২১ অগস্ট (শুক্রবার), ২৭ অগস্ট (বৃহস্পতিবার) এবং ৩১ অগস্ট (সোমবার)।
তবে সম্পূর্ণ লকডাউনের সূচি পরিবর্তন নতুন নয়, ইতিমধ্যে তা তিনবার করা হয়েছে। ব💜ুধবার চতুর্থবারে অবশ্য তারিখ রদবদলের পথে হাঁটল না নবান্ন।