বিজেপির সাংসদ দিলীপ ঘোষ কি মানসিকভাবে ভেঙে পড়েছেন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে জাতীয় রাজনীতিতে। কারণ দু’দিন আগে মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ পদপ্রার্থী জুন মালিয়াকে নিয়ে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। তার জবাব দিয়েছিলেন জুনও। সেই আবহ কাটতে না কাটতেই দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে তাঁর মানসিক স্থিতাবস্থা নিয়ে প্রশ্ন ত𒉰ুলে দিয়েছেন বিধায়ক জুন মালিয়꧙া। আর তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজ্য–রাজনীতিতে।
এদিকে বিজেপি দু’দফায় প্রার্থী তালিকা প্রকাশ 🐭করেছে। প্রথম দফার তালিকায় দিলীপ ঘোষের নাম নেই। আর দ্বিতীয় দফার তালিকায় বাংলারই নামগন্ধ নেই। তাতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন দিলীপ ঘোষ বলে দাবি করলেন মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক জুন মালিয়া। এখন তিনিই এখানের সাংসদ পদে প্রার্থী হয়েছেন। সব ঠিক থাকলে দিলীপ ঘো💙ষকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জুন মালিয়ার বিরুদ্ধেই। আর যদি এই কেন্দ্র থেকে দিলীপ ঘোষের নাম ঘোষণা করা না হয় তাহলে সেটা হবে রাজ্য–রাজনীতি বড় খবর। বিজেপির প্রার্থীতালিকার এ গ্রুপে নাম নেই। বি গ্রুপেও নাম বেরবে কি না সেটা দিলীপবাবু জানেন না। তাই মানসিকভাবে ভেঙে পড়েছেন দিলীপদা বলে কটাক্ষ করেন জুন মালিয়া। লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর প্রস্তুতি সভায় যোগ দিতে বুধবার মেদিনীপুরে আসেন বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া। সেখানেই করেন কটাক্ষ।
আরও পড়ুন: ‘আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জান♎াচ্ছি’, এক্স হ্যান্ডেলে গর্জন অভিষেক🔴ের
অন্যদিকে জুন মালিয়া এখানে একটি প্রস্তুতি সভায় যোগ দেন। মেদিনীপুর জেলা পরিষদ হলে সেই সভা ছিল। সেখ🎐ানে তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী–সহ নানা স্তরের পদাধিকারী ব্যক্তিরা ছিল🎐েন। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুরের জেলার জেলা সভাপতি সুজয় হাজরা, বিধায়ক দীনেন রায়, প্রদ্যুৎ ঘোষ আরও অনেকে। সেই প্রস্তুতি সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন জুন মালিয়া। তিনি এখন তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রার্থী। তাঁকে দিলীপ ঘোষের কটাক্ষ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে জুন বলেন, ‘দিলীপবাবু ভাল মানুষ। কিন্তু ওনার দল এ–গ্রুপেও ওনার নাম বের করেনি। বি–গ্রুপেও ওনার নাম বের হবে কিনা সেটার নিশ্চয়তা নেই। তাই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। ফলে বেলাগাম মন্তব্য করে বেড়াচ্ছেন। তবে দিলীপদাকে বলব এখনই মানসিকভাবে ভেঙে যেন তিনি না পড়েন। কারণ খেলা অনেক হবে। হাসি কান্না হবে। ভোটে লড়াই হবে। সুতরাং প্রস্তুত থাকতে।’
এছাড়া মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া শুনে দিলীপ ঘোষ বলেছিলেন, সুন্দর মুখ দিয়ে আর ভোট হবে না। এই কটাক্ষের জবাব অবশ্য দিয়েছিলেন জুন মালিয়া। তবে সেটা হালকা ছলেই। এবার দিলেন জোরালো ভাষায়। যার পাল্টা জবাব এখনও আসেনি বিজেপি নেতা দিলীপ ꩵঘোষের কাছ থেকে। তবে প্রধানমন্ত্রীর সভায় অনুপস্থিত থাকা এবং দলের অন্দরে সাইড হয়ে যাওয়ায় দিলীপ ঘোষ এখন কোণঠাসা। রাজ্য সভাপতির পদ থেকে শুরু করে সর্বভারতীয় সহ–সভাপতির পদ খোয়া গিয়েছে তাঁর আগেই। শুধু বেঁচে আছে সাংসদের পদ। সেখানে যদি টিকিট না পেলে তাহলে পুরোপুরি সাইড হবেন দিলীপ ঘোষ। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার কথা কাটা ঘায়ে নুনের ছিটে হয়ে লাগবে। তবে নিজের সম্পর্কে জুনের বক্তব্য, ‘আমাদের কর্মীরা আমার নাম ঘোষণা শুনেই উচ্ছ্বসিত।’