মৃত্যু হয়েছে উত্তর ২𒉰৪ পরগনা জেলায় গাইঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দাসের। এই জেলারই হাড়োয়া 🃏ব্লকের সভাপতিকে নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। হাড়োয়ার সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। লোকসভা নির্বাচনের প্রাক–মুহূর্তে জেলার এই দুই ব্লকে নতুন কাউকে ব্লক সভাপতি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটি সেটা করবে।
এদিকে হাতে আর একদিন বাকি। তারপরই নতুন মাস ফেব্রুয়ারি। ওই মাসেই এই ব্লকের ন🐻তুন সভাপতি ঠিক করা হবে। ইতিমধ্যেই মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোর কমিটির চতুর্থ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তার উপর সদ্য প্রকাশিত ভোটার তা🌺লিকা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে বুথ স্তরের কর্মীদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চেয়ারম্যান নির্মল ঘোষ এই নির্দেশ দিয়েছেন। এই কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে নৈহাটির বিধায়ক তথা সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। বুথ ভিত্তিক দল কতটা প্রস্তুত হয়েছে তা নিয়ে কোর কমিটির বৈঠকে কথা হয়েছে।
অন্যদিকে উত্তর ২৪ পরগনা বেশ বড় জেলা। এখানের সাংগঠনিক শক্তি পঞ্꧃চয়েত নির্বাচনেই দেখা গিয়েছে। কিন্তু এবার লোকসভা নির্বাচন। তাই কোনও ঝুঁকি নিতে চাইছেন না তৃণমূল কংগ্রেসের নেতারা। এই বিষয়ে কোর কমিটির চেয়ারম্যান নির্মল ঘোষ বলেন, ‘জেলার চারটি সাংগঠনিক জেলায় লোকসভা নির্বাচনের আগে দল কতটা প্রস্তুত আছে সেটা জানতেই বিধানসভা ভিত্তিক জনপ্রতিনিধি এবং দলের দায়িত্বপ্রাপ্তরা বুথস্তরের কর্মীদের নিয়ে আলোচনা করবেন। তারপর রিপোর্ট কোর কমিটিকে দিতে বলা হয়েছে।’
আরও পড়ুন: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জমা পড়ল চিঠি, এজির সঙ্গে দুর্ব্যবহারের জে🅰র
এছাড়া সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয় ইডির অফিসাররা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখন পলাতক সন্দেশখালির নেতা। শাহজাহানের অনুপস্থিতি দলের সংগঠন ক্ষতিগ্রস্ত হবে বলে বৈঠকের পর স্বীকার করে নেন হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম। তাঁর ▨কথায়, ‘শাহজাহান সংগঠন দেখতেন। তাঁর না থাকাটা দলের অবশ্যই ক্ষতি।’ আর কোর কমিটির চেয়ারম্যান নির্মল ঘোষ বলেন, ‘হাড়োয়ার বিধায়ক কী বলেছেন জানি না। শেখ শাহজাহান প্রসঙ্গে যা বলার রাজ্য নেতৃত্ব বলবেন। এখন ভোটার তালিকা নিয়ে কাজ হবে। এই তালিকায় কতটা নতুন ভোটার আছে সেটা জানতে হবে। তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে কোর কমিটির কাছে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’